বক্সিং ডে টেস্টে রিজওয়ানকে ফেরাল পাকিস্তান

সংগৃহীত ছবি

বক্সিং ডে টেস্টে রিজওয়ানকে ফেরাল পাকিস্তান

অনলাইন ডেস্ক

মেলবোর্নে আগামীকাল শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তানের মধ্যকার দ্বিতীয় টেস্ট। প্রথম ম্যাচে না থাকলেও অসিদের বিপক্ষে এই টেস্টে খেলছেন মোহাম্মদ রিজওয়ান। বক্সিং ডে টেস্টের দল থেকে বাদ পড়েছেন উইকেটকিপার সরফরাজ আহমেদ। যার ফলেই রিজওয়ানের একাদশে ফেরাটা এখন শুধু সময়ের অপেক্ষা।

এদিকে, মেলবোর্ন টেস্টে অপরিবর্তিত একাদশ নিয়েই খেলবে স্বাগতিকরা।

মেলবোর্ন টেস্টের জন্য ১২ জনের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে নেই দলের সঙ্গে থাকা সরফরাজ ও অলরাউন্ডার ফাহিম আশরাফের নাম। পেসার শাহীন শাহ আফ্রিদি ও আমের জামালের সঙ্গে এ টেস্টের দলে পেসার হিসেবে আছেন মির হামজা ও হাসান আলী।

অন্যদিকে আবরার ও নোমান ছিটকে যাওয়ার পর একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসেবে থাকছেন সাজিদ খান। যদিও পার্থে বিশেষজ্ঞ কোনো স্পিনারকে খেলায়নি পাকিস্তান।

অস্ট্রেলিয়া সফরের আগে পাকিস্তানের সর্বশেষ টেস্টে সরফরাজ ও রিজওয়ান দুজনই খেলেছিলেন। যদিও শ্রীলঙ্কায় সেই টেস্টে উইকেটকিপিংয়ের দায়িত্ব ছিল সরফরাজের কাছে। অস্ট্রেলিয়ার মাটিতে সরফরাজের রেকর্ড খুব একটা সুবিধার না হলেও প্রথম টেস্টে তাকেই বেছে নেয় পাকিস্তান। তবে এ সিদ্ধান্ত প্রক্রিয়া মেনেই নেওয়া হয়েছে বলে জানালেন পাক অধিনায়ক শান মাসুদ, ‘রিজওয়ান মাত্রই বিশ্বকাপ শেষ করে এসেছে, অনেক সাদা বলের ক্রিকেট খেলেছে। আর নিউজিল্যান্ড সিরিজে সরফরাজ দায়িত্ব নেওয়ার পর থেকে তাঁর (রিজওয়ানের) একটা বিরতিও পড়েছে লাল বলে। সরফরাজের পারফরম্যান্স দুর্দান্ত ছিল আর রিজওয়ান লাল বলে খুব একটা খেলেনি। ফলে এখানে একটা পদ্ধতি আছে। ’

এরপর তিনি আরও বলেন, ‘যদি আমার হাতে থাকত, তাহলে আমি দুজনকেই খেলাতাম। তবে সেটি সম্ভব নয়। এখন আমাদের মনে হচ্ছে রিজওয়ান প্রস্তুত। ’

এদিকে, অস্ট্রেলিয়া অপরিবর্তিত একাদশ ঘোষণা করায় সুযোগ পাচ্ছেন না স্কট বোল্যান্ড, ২০২১ সালে এমসিজিতে যিনি ৭ রানে নিয়েছিলেন ৬ উইকেট। ভিক্টোরিয়ার এ পেসার প্রসঙ্গে অধিনায়ক কামিন্স বলেন, ‘আমরা স্কটির বিশাল সমর্থক, আমার মনে হয় না সেটি লুকানোর মতো কিছু। কোনো কিছু ঘটলে সে নামতে প্রস্তুত, ফলে আমি নিশ্চিত, কোনো একটা পর্যায়ে গিয়ে সে খেলবে। ’

মেলবোর্নে আগামীকাল প্রথম দিনের আবহাওয়ার পূর্বাভাসে বৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা আছে। অবশ্য এরপরও কামিন্স আশা করছেন, ম্যাচে ফল আনার জন্য যথেষ্ট সময় পাওয়া যাবে।

অস্ট্রেলিয়া একাদশ: ডেভিড ওয়ার্নার, উসমান খাজা, মারনাস লাবুশেন, স্টিভেন স্মিথ, ট্রাভিস হেড, মিচেল মার্শ, অ্যালেক্স ক্যারি, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স (অধিনায়ক), নাথান লায়ন ও জশ হ্যাজলউড

পাকিস্তান দল: ইমাম-উল-হক, আবদুল্লাহ শফিক, শান মাসুদ (অধিনায়ক), বাবর আজম, সৌদ শাকিল, মোহাম্মদ রিজওয়ান, আগা সালমান, শাহীন শাহ আফ্রিদি, হাসান আলী, মির হামজা, আমের জামাল ও সাজিদ খান।

news24bd.tv/SHS