দ্বিতীয়বারের মতো বিবাহবন্ধনে আবদ্ধ হলেন অভিনেতা ও প্রযোজক আরবাজ খান। মেকআপ আর্টিষ্ট শুরা খানকে বিয়ে করেছেন সালমান খানের ছোট ভাই আরবাজ। রোববার (২৪ ডিসেম্বর) বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়েছে বোন অর্পিতা খান শর্মার বাড়িতে।
আরবাজ খানের বিয়েতে সালমান খান, সোহেল খান, তাদের বাবা সেলিম খান, মা সালমা খানসহ পরিবারের সকল সদস্যকেই হাজির হতে দেখা যায়।
আরবাজের স্ত্রী শুরা খান একজন বলিউড মেকআপ শিল্পী। বেশ কিছু চলচ্চিত্রে মেকআপ আর্টিষ্ট হিসেবে কাজ করেছেন তিনি।
এর আগে ১৯৯৮ সালে আরবাজ খান বিয়ে করেছিলেন মালাইকা অরোরাকে।
এর আগে, ভারতীয় বিনোদন মাধ্যম পিঙ্কভিলার সঙ্গে কথোপকথনে আরবাজের সাথে তার বিচ্ছেদ নিশ্চিত করে জর্জিয়া বলেন, ‘আমরা সেরা বন্ধুর মতো ছিলাম। তাঁর জন্য আমার সবসময় অনুভূতি থাকবে। ’
news24bd.tv/TR