নৌকার মঞ্চে ওঠা সেই নাশকতা মামলার আসামি গ্রেপ্তার

নৌকার মঞ্চে ওঠা সেই নাশকতা মামলার আসামি গ্রেপ্তার

বরগুনা প্রতিনিধি

নাশকতা মামলায় পলাতক থাকা অবস্থায় নৌকার মঞ্চে বক্তব্য দিয়ে আলোচনায় এসেছিলেন বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের চেয়ারম্যান বিএনপি নেতা মতিউর রহমান রাজা। বক্তব্য দেওয়ার পরদিনই আটকা পড়লেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের জালে। মামলার হাত থেকে বাঁচতেই বরগুনা-১ আসনের আওয়ামী লীগ মনোনীত প্রার্থী অ্যাড. ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর মঞ্চে বক্তব্য দিয়েছিলেন বলে দাবি বিএনপি নেতাদের।

সোমবার(২৫ ডিসেম্বর) বিকাল তিনটার দিকে বরগুনা সদর উপজেলার বদরখালী ইউনিয়নের বাওয়ালকার গ্রাম থেকে তাকে পলাতক অবস্থায় গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম।

এর আগে গত ২৪ ডিসেম্বর বরগুনা সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নে আওয়ামী লীগের প্রচার সভায় নৌকা প্রার্থীকে বিজয়ী করতে বক্তব্য দিয়েছিলেন মতিউর রহমান রাজা। বক্তব্যে বদরখালী ইউনিয়ন থেকে সর্বোচ্চ ভোট নৌকায় দেয়া না হলে চেয়ারম্যান পদ থেকে তিনি অব্যহতি নেবেন এমন অঙ্গীকারও করেন।

বরগুনা জেলা গোয়েন্দা পুলিশের(ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা বশিরুল আলম বলেন, বিশেষ ক্ষমতা আইন ও বিষ্ফোরক দ্রব্য আইনে দায়ের করা মামলায় দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন রাজা।

আজ গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি তিনি বদরখালী ইউনিয়নের বাওয়ালকার এলাকায় অবস্থান করছেন। তাৎক্ষনিক ঐ এলাকায় অভিযান চালিয়ে আমরা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই।

এ বিষয়ে বরগুনা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মোজাম্মেল হোসেন বলেন, জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম অভিযান চালিয়ে নাশকতা মামলার পলাতক আসামী মতিউর রহমান রাজাকে গ্রেপ্তার করেছে। এ বিষয়ে পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক