দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের বাকি আর মাত্র কয়েকদিন। এরই অংশ হিসেবে দিন রাত এক করে প্রচার-প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাজশাহী-১ আসনের স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি। সোমবার নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে রাজশাহীর গোদাগাড়ি উপজেলার কাঁকনহাট পৌরসভার সুরশুনিপাড়া প্রভু নিবেদন ধর্মপল্লী গীর্জায় খ্রীষ্টান ধর্মাবলম্বীদের সঙ্গে বড় দিনের শুভেচ্ছা বিনিময় করেছেন তিনি।
এসময় নায়িকা মাহি গির্জার ফাদারের কাছ থেকে আর্শীবাদ নেন।
এদিন সকাল সকাল রাজশাহীর গোদাগাড়ি উপজেলার বাসুদেবপুর এলাকায় নির্বাচনী প্রচারণায় নামেন তিনি। সমর্থকদের সঙ্গে নিয়ে ভোটারদের কাছে মাহি ট্রাক প্রতীকে ভোট প্রার্থনা করেন।
নির্বাচিত হলে বরেন্দ্র অঞ্চলের পানি সমস্যা সমাধানের আশ্বাস দেন।
news24bd.tv/TR