পিতৃপরিচয় চায় বাক প্রতিবন্ধী শিশু হোসেন

বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে শিশুর পিতৃপরিচয় দাবি করেন মা ফাতেমা বেগম।

পিতৃপরিচয় চায় বাক প্রতিবন্ধী শিশু হোসেন

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে ফাতেমা বেগম (৪৮) নামে হতদরিদ্র এক নারী তার বাক প্রতিবন্ধী ছেলে হোসেনের (৯) ডিএনএ টেস্টের মাধ্যমে পিতৃপরিচয় সনাক্তের দাবি করেছেন।

বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলার খালকুলা গ্রামের আফসার খানের মেয়ে ফাতেমা বেগম সোমবার দুপুরে বাগেরহাট প্রেসক্লাবে সংবাদ সম্মেলনে এমন দাবি করেন।

ফাতেমা বলেন, প্রায়ই আমার মানসিক ভারসাম্য থাকে না। এই অবস্থায় বাড়িতে কেউ না থাকার সুযোগ নিয়ে ২০১৩ সালের সেপ্টেম্বর একই এলাকার মৃত গফুর শেখের ছেলে সরোয়ার শেখ ধর্ষণ করলে আমি গর্ভবতী হয়ে পড়ি।

ধর্ষণের বিষয়টি কাউকে জানালে সে আমাকে হত্যার হুমকি দেয়।

২০১৪ সালে সন্তান হোসেন জন্মগ্রহণ করলে সরোয়ার সন্তানের পিতৃপরিচয় দিতে অস্বীকৃতি জানায়। তখন দৈবজ্ঞহাটির সাবেক ইউপি চেয়ারম্যান শহীদুল ইসলাম ফকিরের সালিশ বৈঠকে সন্তানের পিতৃপরিচয় ও ভরণপোষণ দিতে রাজি হয়ে এলাকা থেকে পালিয়ে যায় সরোয়ার।

ফাতেমা বেগমের পক্ষে বাগেরহাট জেলা সেভ দ্য ফিউচার ফাউন্ডেশনের উপদেষ্টা শিকদার ইমরান হোসেন জানান, এলাকার প্রভাবশালী সরোয়ার এখন সন্তানের পিতৃপরিচয় ও ভরণপোষণ দিতে রাজি হচ্ছে না।

এই অবস্থায় হতদরিদ্র ফাতেমা বেগম এখন প্রশাসনের কাছে দাবি করছের ডিএনএ টেস্টের মাধ্যমে বাক প্রতিবন্ধী ছেলের পিতৃপরিচয় সনাক্তের।

প্রশাসন দ্রুত এগিয়ে না এলে বাগেরহাট সেভ দ্য ফিউচার ফাউন্ডেশন ফাতেমা বেগমের পক্ষে আদালতে মামলা করা হবে বলেও জানান তিনি।

news24bd.tv/FA