বদির বদলে নৌকা প্রতীক পাচ্ছেন তার স্ত্রী!

ছবি সংগৃহীত

বদির বদলে নৌকা প্রতীক পাচ্ছেন তার স্ত্রী!

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

কক্সবাজার-৪ উখিয়া-টেকনাফ আসনে বিতর্কিত সংসদ সদস্য আবদুর রহমান বদি আওয়ামী লীগের মনোনয়ন পাচ্ছেন না। এই আসনে আওয়ামী লীগ থেকে নৌকার মাঝি হচ্ছেন বদির স্ত্রী শাহীনা আক্তার চৌধুরী।

আজ কালের মধ্যে দল থেকে এ সংক্রান্ত আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে। এ নিয়ে সংসদ সদস্য বদি মুখ না খুললেও ইতোমধ্যে তিনিও বিষয়টি জেনেছেন।

জানা গেছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ সরকারের টানা দুই মেয়াদে ইয়াবাসহ বিভিন্ন বিষয়ে তুমুল বিতর্কে আছেন আবদুর রহমান বদি। এসব বিতর্কের মধ্যে ইয়াবা ব্যবসা তো আছেই, সেইসঙ্গে শিক্ষক পেটানো, প্রকৌশলীকে শারীরিকভাবে লাঞ্ছিত করা, সম্পদ গোপন কর ফাঁকি দেয়াসহ আরও কিছু বিতর্কিত বিষয় রয়েছে। কর ফাঁকির অভিযোগে একবার কারাভোগও করতে হয়েছে বদিকে।

বদির এসব একের পর এক বিতর্কিত কর্মকাণ্ডের জন্য দলকে প্রতিনিয়ত বিব্রত অবস্থায় পড়তে হয়েছে।

স্থানীয় আওয়ামী লীগের সিংহভাগই বদি বিরোধী। তারা প্রতিনিয়ত বদির বিরুদ্ধে নানা অভিযোগ তুলেছেন। তবে সাধারণ মানুষের কাছে বদি অনেক জনপ্রিয়। দলের গুটি কয়েক নেতাকর্মী বিরোধিতা করলেও সাধারণ মানুষের দাবি ছিল বদিকে মনোনয়ন দেয়ার। কিন্তু আওয়ামী লীগ আর সেই পথে হাঁটছে না। বিতর্ক এড়াতে বদির বদলে তার স্ত্রী শাহিনা আক্তার চৌধুরীকেই এবার মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ খবরে  উখিয়া-টেকনাফের সর্বত্র চলছে আলোচনা-সমালোচনা।

জানা যায়, আওয়ামী লীগ থেকে নৌকার টিকিট পেয়ে এ আসন থেকে ২০০৮ সালে ও ২০১৪ সালে পরপর দুইবার জাতীয় সংসদে যান আবদুর রহমান বদি। টানা ১০ বছর সংসদ সদস্য থাকার সুবাধে বিএনপির দুর্গে নিজের অবস্থান পাকাপোক্ত করেছেন তিনি। দলটির কেন্দ্রীয় একটি সূত্র জানিয়েছে, ক্ষমতাসীন আওয়ামী লীগ চাইছে তারা বিতর্কিত কোনও ব্যক্তিকে দলের মনোনয়ন দেবেন না। এই আসন থেকে এখন পর্যন্ত ২৭ জন প্রার্থী নৌকার মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে অন্তত ৫-৭ জন প্রার্থী দলগতভাবে শক্তিশালী। কিন্তু দলীয় অবস্থান শক্ত হলেও  প্রায় সবারই জনপ্রিয়তা নিয়ে সন্দেহ। কিন্তু আবদুর রহমান বদির জনপ্রিয়তায় স্ত্রী শাহীনা আক্তার চৌধুরীও এলাকায় বেশ জনপ্রিয়। এছাড়াও উখিয়ার বৃহত্তর রাজনৈতিক পরিবারের মেয়ে তিনি। উখিয়া উপজেলায় তাদের বেশ  রাজনৈতিক প্রভাব রয়েছে। সবদিক বিবেচনা করে শাহীনা আক্তার চৌধুরীকেই  আওয়ামী লীগ মনোনয়ন দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে।


NEWS24▐ কামরুল

সম্পর্কিত খবর