বাগেরহাটে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত

বাগেরহাট সদর মডেল থানা -প্রতীকী ছবি।

বাগেরহাটে পিকআপ চাপায় বৃদ্ধ নিহত

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটে পিকআপের চাপায় ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী বাবুল চন্দ্র মৃধা (৭০) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন।

সোমবার সকালে বাগেরহাট-পিরোজপুর মহাসড়কের দড়াটানা সেতুতে এই দুর্ঘটনা ঘটে। নিহত বাবুল চন্দ্র মৃধা শরণখোলা উপজেলার উত্তর তাফালবাড়ি গ্রামের সামান্ত চন্দ্র মৃধার ছেলে।

বাগেরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে জানান, খুলনা থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফেরার পথে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে ভাড়ায় চালিত একটি মোটরসাইকেলে করে বাড়ি যাচ্ছিলেন বাবুল চন্দ্র মৃধা।

দড়াটানা সেতুতে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা এক পিকআপের চাপায় ঘটনাস্থলেই বাবুল চন্দ্র মৃধার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেল চালকও গুরুতর আহত হয়। তাকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। পুলিশ পিকআপটি সনাক্ত করে চালককে আটকের চেষ্টা চালাচ্ছে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক