মিয়ানমারের উত্তরাঞ্চলের শান প্রদেশের মানটং শহরের দখলের দাবি জানিয়েছে ব্রাদারহুড অ্যালায়েন্সের সশস্ত্র গোষ্ঠী ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ)।
শনিবার (২৩ ডিসেম্বর) সন্ধ্যায় তায়াং ন্যাশনাল লিবারেশন আর্মি (টিএনএলএ) জানিয়েছে, আমরা উত্তরাঞ্চলের শান রাজ্যের পালাউং এ মানটং শহরটির নিয়ন্ত্রণ নিয়েছি।
মিয়ানমারের জান্তা সেনাবাহিনী সরকারের ছোট ছোট ১৩০ টি পদাতিক সেনাদলকে কে পরাজিত করার পরে শহরটি দখল করা হয়েছে বলেও জানানো হয়।
এর পূর্বে সশস্ত্র গোষ্ঠীটি নামখান এবং নামহসান শহরগুলি দখল নিয়েছিলো।
উল্লেখ্য, অপারেশন ১০২৭ নাম দিয়ে একটি সামরিক অভিযান শুরু করা হয় মানটং শহরটির দখল নিতে। শহরটি নামতু টাউনশিপের ঐতিহাসিক বাউডউইন খনির ২৫ কিলোমিটার উত্তর-পশ্চিমে শ্বেলি নদীর পূর্বে একটি পাহাড়ি এলাকায় অবস্থিত।
news24bd.tv/SC