অস্ত্র উদ্ধারের কথা বলে রিকশাচালককে মারধরের অভিযোগ

ভুক্তভোগী ইউনুস আলী- সংগ্রহীত ছবি।

অস্ত্র উদ্ধারের কথা বলে রিকশাচালককে মারধরের অভিযোগ

যশোর প্রতিনিধি

যশোরের র‍্যাব পরিচয়ে অস্ত্র উদ্ধারের কথা বলে প্রায় পাঁচ ঘণ্টা ধরে ইউনুস আলী নামে (৩৫) এক রিকশাচালককে বেদম মারপিট করা হয়েছে বলে অভিযোগ উঠেছে।

রোববার দুপুর ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত নিজ ঘরেই লাঠি দিয়ে তাকে বেদম মারধর করা হয়। আজ সোমবার দুপুরে প্রেসক্লাব যশোরে এসে সাংবাদিকদের কাছে নির্যাতনের বর্ণনা দেন তিনি।

এসময় ইউনুসের শরীরের বেশ কয়েক জায়গায় জখমের দাগ পাওয়া যায়।

এ সময় ভুক্তভোগী ইউনুস আলীর মা বলেন, তারা যশোর শহরের চাঁচড়া রায়পাড়া (সার গোডাউনের পাশে) এলাকায় ভাড়া বাসায় থাকেন।

তিনি বলেন, ইউনুস আলী ব্যাটারিচালিত রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন এবং মাঝেমধ্যে কাউন্সিলর হাজী সুমনের রাজনৈতিক কর্মসূচিতে অংশ নেন। রোববার দুপুর মামুন নামে স্থানীয় এক যুবকের সাথে ৫জন তার বাড়িতে যায়।

তারা র‍্যাব পরিচয় দিয়ে অস্ত্র বের করে দিতে বলে।

তার কাছে কোন অস্ত্র নেই জানালেও তাকে কয়েকদফা নির্যাতন করে বলে দাবি করেন।

তবে ঘটনা অস্বীকার করে র‍্যাব ৬ কোম্পানি কমান্ডার মেজর সাকিব জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় রিকশাচালক ইউনুচের বাড়িতে এক সন্ত্রাসীর অস্ত্র রাখা রয়েছে। এমন তথ্যের ভিত্তিতে শনিবার বিকালে তার বাড়িতে অভিযান চালানো হয়। তবে তাকে মারপিটের কোন ঘটনা ঘটেনি।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক