রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন মোড়, দনবাসের শহর দখলের দাবি রুশ সেনাদের

সংগৃহীত ছবি

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে নতুন মোড়, দনবাসের শহর দখলের দাবি রুশ সেনাদের

অনলাইন ডেস্ক

ইউক্রেনের সেনাদের নিয়ন্ত্রণে থাকা রাশিয়ার একটি গুরুত্বপূর্ণ শহর মেরিঙ্কা সম্পূর্ণরূপে নিজেদের নিয়ন্ত্রণে আনার দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু।

শহরটি দনবাস পিপলস রিপাবলিক (ডিপিআর) এর একটি উল্লেখযোগ্য এবং গুরুত্বপূর্ণ শহর হিসাবে পরিচিত। শহরটি দনবাস থেকে ঠিক পশ্চিম দিকে অবস্থিত।

সোমবার (২৫ ডিসেম্বর) এক ঘোষণায় শোইগু জানান, ইউক্রেনের সেনাদের থেকে এখন সম্পূর্ন মুক্ত মেরিঙ্কা শহরটি।

এ বিষয়ে এখন পর্যন্ত কোনো বক্তব্য দেয়নি ইউক্রেন।

উল্লেখ্য, গত বছর গণভোটের পর থেকে রাশিয়ার অংশ হিসাবে ঘোষণা দেওয়া শহরটিকে। শহরটিতে নিজেদের শক্ত অবস্থান ধরে রেখেছিলো ইউক্রেনের সেনারা।

চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে ক্রমাগত সেনা হারিয়ে নিজেদের সেনাবাহিনীতে জনবল সংকটে ভুগছে ইউক্রেন।

ডিসেম্বরের মাঝামাঝি সময় আহত এবং নিহত ইউক্রেনীয় সেনা সদস্যদের শূন্যতা পূরণ করতে সেনাবাহিনীতে জনবল নিয়োগের জন্য দেশের অভ্যন্তরে এবং প্রবাসে থাকা তরুণদের আহ্বান জানিয়ে আসছিলো ইউক্রেন।

news24bd.tv/SC