ফের বাড়লো আলুর দাম 

ফাইল ছবি

ফের বাড়লো আলুর দাম 

অনলাইন ডেস্ক

ফের বেড়েছে আলুর দাম। বাজারে নতুন আলুর সরবরাহ বেড়েছে। তারপরও নিয়ন্ত্রণে নেই আলুর দাম। গত চার-পাঁচ দিনে কেজিতে আরও ৫ থেকে ১০ টাকা বেড়ে ৭০ থেকে ৮০ টাকায় বিক্রি হচ্ছে আলু।

 

ব্যবসায়ীরা বলছেন, গত ১৫ ডিসেম্বর আলু আমদানির অনুমতির মেয়াদ শেষ হয়ে গেছে। বাজারে এখন ভারতীয় আলুর সরবরাহ নেই। হিমাগারগুলোতে পুরোনো আলু প্রায় শেষ। নতুন আলু পুরোদমে ওঠা শুরু করেনি।

ফলে চাহিদার তুলনায় সরবরাহে কিছুটা টান পড়েছে। এ কারণে দাম বাড়তির দিকে।

গতকাল সোমবার রাজধানীর মালিবাগ, শান্তিনগর ও কারওয়ান বাজারে গিয়ে দেখা গেছে, নতুন ও পুরোনো দুই ধরনের আলুর কেজি বিক্রি হচ্ছে ৭০ থেকে ৭৫ টাকায়। তবে বড় বাজারের তুলনায় এলাকাভিত্তিক ছোট বাজার ও মহল্লায় দাম আরও বেশি। পাড়ার দোকান থেকে কিনতে গেলে ক্রেতাকে খরচ করতে হচ্ছে কেজিতে ৭৫ থেকে ৮০ টাকা।

চার-পাঁচ দিন আগে দুই জাতের আলু ৬৫ থেকে ৭০ টাকায় কেনা গেছে। আলুর বর্তমান এ দর গত বছরের তুলনায় তিন গুণেরও বেশি।

সরকারি সংস্থা টিসিবির তথ্য বলছে, গত বছরের এ সময় আলুর কেজি ছিল ২০ থেকে ২৫ টাকা।

news24bd.tv/TR   


 

এই রকম আরও টপিক