যুদ্ধে যোগদানের বয়স ২৫ করলো ইউক্রেন

সংগৃহীত ছবি

যুদ্ধে যোগদানের বয়স ২৫ করলো ইউক্রেন

অনলাইন ডেস্ক

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের নাগরিকদের যোগদানের সর্বনিম্ন বয়স ২৭ বছর থেকে কমিয়ে ২৫ বছর করেছে ইউক্রেন সরকার। নতুন করে ৫ লাখ সৈন্য যোগাড় করার উদ্দেশ্যে এই সিদ্ধান্ত নেয়া হয়। খবর আল জাজিরার।

সোমবার ইউক্রেনের আইনসভার ওয়েবসাইটে প্রকাশিত একটি খসড়া আইনে বয়স কমানোর এই সিদ্ধান্তের কথা উল্লেখ করা হয়।

এর আগে প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছিলেন ৫ লাখ সৈন্য যোগাড় করা খুবই স্পর্শকাতর একটি ব্যাপার এবং এই সিদ্ধান্ত আইনসভায় পাঠানোর আগে আলাপ-আলোচনা করা হবে। এখন পর্যন্ত সরাসরি এই সিদ্ধান্তকে সমর্থন না জানালেও গত ১৯ ডিসেম্বর জেলেন্সকি বলেছিলেন তিনি এই সিদ্ধান্তের পক্ষে-বিপক্ষে আরও যুক্তি-তর্ক শুনতে চান।

রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনের প্রায় ১০ লাখ নাগরিক লড়াই করছেন। মার্কিন যুক্তরাষ্ট্রের হিসাবমতে যুদ্ধে এ পর্যন্ত অসংখ্য ব্যক্তি নিহত ও আহত হয়েছেন।

রাশিয়া বা ইউক্রেন কেউই যুদ্ধে হতাহতদের সংখ্যা প্রকাশ করে না।

আইনসভায় জেলেন্সকির দলের প্রধান দেভিড আরাখামিয়া জানান, সামরিক বাহিনীর অনুরোধে সরকার আইনটি প্রস্তুত করেছে এবং আইনটিকে সোমবার (২৫ ডিসেম্বর) আইনসভায় উত্থাপন করা হবে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক