বিএনপি থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হতো: ওবায়দুল কাদের

ফাইল ছবি

বিএনপি থাকলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হতো: ওবায়দুল কাদের

নিজস্ব প্রতিবেদক

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি অংশ নিলে নির্বাচন প্রতিদ্বন্দ্বিতামূলক হতো বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তেজগাঁওয়ে ঢাকা জেলা আওয়ামী লীগ কার্যালয়ে পোলিং এজেন্ট প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন তিনি।

বিএনপির নির্বাচনবিরোধী কার্যকলাপের সমালোচনা করে কাদের বলেন, বিএনপি শুধু নির্বাচন বর্জন নয় বরং বানচালের চেষ্টায় সহিংসতা করছে। তারেক জিয়া রাজনীতি না করার মুচলেকা দিয়ে এখন লন্ডনে বসে গণতন্ত্র ধ্বংস করার ষড়যন্ত্র করছে।

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কাদের বলেন, পাকিস্তান ছাড়া সারা বিশ্বে আর কোথাও এধরণের সরকার ব্যবস্থা নেই।

কাদের আরও বলেন, প্রতিকূল পরিস্থিতিতেও সংবিধান অনুযায়ী নির্বাচন এর বিকল্প নেই। বাংলাদেশকে বাঁচিয়ে রাখতে হলে নিরপেক্ষ নির্বাচন ছাড়া আর কোন পথ নেই।

এসময় আগামী নির্বাচন সম্পর্কে কাদের বলেন, ক্ষমতার দাপট বন্ধ করে নির্বাচনী আচরণবিধি মেনে প্রার্থীদের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে হবে।

পোলিং এজেন্ট ভোটারদের সহযোগিতা করবেন কিন্তু প্রভাব বিস্তার করলে কমিশন যা ব্যবস্থা নেবে তা মেনে নিতে হবে।

news24bd.tv/ab