টাঙ্গাইলে নির্বাচনী প্রচারে গুলির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

সংগৃহীত ছবি

টাঙ্গাইলে নির্বাচনী প্রচারে গুলির ঘটনায় ২ আসামি গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

টাঙ্গাইলের বাঘাইল ইউনিয়নে বিভিন্ন প্রার্থীদের নির্বাচনী প্রচারণাকালে অস্ত্রধারী সন্ত্রাসীদের অতর্কিত গোলাগুলিতে ৩ জন গুলিবিদ্ধ হয়। এ ঘটনায় হওয়া মামলার অন্যতম আসামি অস্ত্রধারী সন্ত্রাসী ফারুক হোসেন ও কামরুলকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। সোমবার (২৫ ডিসেম্বর) রাতে রাজধানীর উত্তরা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) দুপুরে কারওয়ানবাজারে র‌্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা জানান সংস্থাটির মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

তিনি বলেন, ২৪ ডিসেম্বর নির্বাচনী প্রচারণা শেষে বাড়ি ফেরার সময় ভক্তভোগী এমদাদ, রোকনসহ ৪-৫ জনের ওপর অতর্কিত গুলি ছোড়ে কামরুল ও ফারুক। পরে স্থানীয়দের সাহায্যে তাদের হাসপাতালে পাঠানো হয়। ঘটনায় গ্রেপ্তার এজাহারভুক্ত আসামি কামরুল ও ফারুক এর রাজনৈতিক কোনো পরিচয় আছে কিনা সে বিষয়ে এখনো কিছুই জানতে পারেনি র‌্যাব।

এসময় সাংবাদিকদের করা এক প্রশ্নের জবাবে র‌্যাব জানায়, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী মাঠে কাজ করছে তারা।

ভোট বা নির্বাচন কেন্দ্রিক সহিংসতা হলে সাথে সাথে অ্যাকশনে যাওয়া হচ্ছে। অবৈধ অস্ত্র উদ্ধারেও অভিযান চলছে।

news24bd.tv/DHL