সৌম্যকে নিয়ে হাথুরু, ‘ক্লাস ইজ পার্মানেন্ট’ 

সংগৃহীত ছবি

সৌম্যকে নিয়ে হাথুরু, ‘ক্লাস ইজ পার্মানেন্ট’ 

অনলাইন ডেস্ক

রানে না থাকার পরও নিউজিল্যান্ড সফরে সৌম্য সরকারকে বহরে যোগ করে বাংলাদেশ দল। বলাই বাহুল্য, প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের পছন্দের শিষ্য হওয়াতেই কোথাও কোনো পারফরম্যান্স না করেই দলে ফেরেন সৌম্য। তবে এবার প্রধান কোচের সম্মান রেখেছেন এই ওপেনার। নিউজিল্যান্ডে প্রথম ওয়ানডেতে ডাক মারলেও, দ্বিতীয় ম্যাচে করেন অবিশ্বাস্য এক সেঞ্চুরি।

খেলেন ১৬৯ রানের বিশাল ইনিংস, যা একদিনের ক্রিকেটে বাংলাদেশি ব্যাটার হিসেবে দ্বিতীয় সর্বোচ্চ।

নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ শেষ। আগামীকাল থেকে শুরু হচ্ছে টি২০ সিরিজ। তার আগে আজ নেপিয়ারে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সেখানে তাকে প্রশ্ন করা হয় সৌম্যকে নিয়ে। এসময় প্রিয় শিষ্যর বেশ প্রশংসা করেন হাথুরুসিংহে।

সৌম্যের রানে ফেরা নিয়ে এই লঙ্কান কোচ বলেন, ‘সৌম্যের পারফরম্যান্সে আমি খুবই খুশি। তাকে নিয়ে আমি আশাবাদী ছিলাম, সে এমন ইনিংস খেলতে পারবে। অতীতেও নিউজিল্যান্ডে সৌম্য ভালো করেছে। আমরা দেখলাম ফর্ম যেমনই থাকুক ক্লাস ইজ পার্মানেন্ট। ফর্ম অনেক কিছুর উপর নির্ভর করে, বিশেষ করে আপনার মাথায় কি চলছে। আপনি যত পরিস্কার থাকবেন, নিজের ভূমিকা যত বুঝতে পারবেন তখন নিজের শক্তিমত্তা কাজে লাগাতে পারবে। ’

সৌম্যেকে দলে সুযোগ দিলেও তার রানে ফেরার পর কৃতিত্বটা নিজে নিচ্ছেন না হাথুরু, ‘আমি কিছুই করেনি, সেই করেছে সব। দ্বিতীয় ওয়ানডের আগে সে মানসিক বাঁধা ভেঙেছে। তার মধ্যে অনেক মানসিক শক্তি  কাজ করেছে। আমার কোনো কৃতিত্ব নেই, সেই যা করার করেছে। ’

এই ওপেনারকে দেশের অন্যতম সেরা বলতেও পিছপা হননি কোচ, ‘সৌম্য মানসিকভাবে অনেক শক্তিশালী। আমার দেখা পুরো দেশের অন্যতম সেরা। সে জানত এই ম্যাচে ব্যর্থ হলে কি হতে পারে। আমরা শুধু ওর উপর আস্থা রেখেছি। তাকে আত্মবিশ্বাস দিয়েছি। পুরো দলের আস্থা ছিল ওর উপর। আমি মনে করি এ কারণেই সৌম্য ফর্ম ফিরে পেয়েছে। ’

news24bd.tv/SHS