মন্দিরে গান গেয়ে নৌকায় ভোট চাইলেন মমতাজ

সংগৃহীত ছবি

মন্দিরে গান গেয়ে নৌকায় ভোট চাইলেন মমতাজ

অনলাইন ডেস্ক

মানিকগঞ্জ-২ আসনের আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচার প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন তিনি। এরই ধারাবাহিকতায় নির্বাচনী আইন উপেক্ষা করে মন্দিরে অনুষ্ঠিত লীলাকীর্তন অনুষ্ঠানে গান গেয়ে ভোটারদের কাছে নৌকা প্রতিকে ভোট চেয়েছেন মমতাজ। যদিও ধর্মীয় উপাসনালয়ে নির্বাচনী প্রচার প্রচারণা নিষিদ্ধ।

সোমবার দুপুরে পুটাইল ইউনিয়নের এগারোশ্রী সার্বজনীন মন্দিরের হরিসভা (লীলাকীর্তন, মহাপ্রভুর ভোগ) অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে তিনি উপস্থিত ভক্তবৃন্দের কাছে তার প্রতিক নৌকায় ভোট চান।

বিষয়টি গণমাধ্যমে নিশ্চিত করে মন্দির পরিচালনা কমিটির সভাপতি ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির প্রফেসর ড. গুরুদাস মন্ডল জানান, এমপি মমতাজ বেগমকে মন্দির কমিটির সিদ্ধান্ত অনুযায়ী নিমন্ত্রণ করা হয়েছিল। সেখানে তিনি আসেন এবং বক্তব্যও রাখেন। মমতাজ বেগম উপস্থিত ভক্তবৃন্দের কাছে নৌকা প্রতিকে ভোট চেয়েছেন বলেও জানান তিনি।

news24bd.tv/TR  

এই রকম আরও টপিক