নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় কোনঠাসা আব্দুল হাই

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের মামলায় কোনঠাসা আব্দুল হাই

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ-১(শৈলকুপা) আসনে নির্বাচনী আচরণবিধি লঙঘনের ঘটনায় আদালতে মামলা দায়ের করেছে ইসি। এ ঘটনায় জেলা আওয়ামী লীগের সভাপতি ও সাবেক মৎস্য ও প্রানিসম্পদ প্রতিমন্ত্রী আব্দুল হাই কোনঠাসা হয়ে পড়েছেন। যার বহিঃপ্রকাশ গত শনিবার (২৩ ডিসেম্বর) তিনি শৈলকুপার একটি নির্বাচনী সভায় ফুটিয়ে তুলেছেন।

সভায় তিনি দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন, নির্বাচনে জেতার জন্য কেন আচরনবিধি লঙ্ঘন করতে হবে, কেন সহিংসতা করতে হবে।

এলাকার লোকজন আমাকে বিনা দ্বিধায় চারবার এমপি বানিয়ে সংসদে পাঠিয়েছেন। আপনারা ধৈর্য্য ধরেন, শেষ পর্যন্ত আমাদেরই জয় হবে।

এলাকাবাসীর মতে, শেষ পর্যন্ত এমপি আব্দুল হাইয়ের প্রার্থীতা বাতিল হলে এই বর্ষীয়ান নেতার সাম্রাজ্যের পতন ঘটতে পারে। এ নিয়ে চরম হতাশা চলছে নির্বাচনী এলাকার নেতাকর্মী ও ভোটারদের মধ্যে।

বর্তমানে প্রার্থিতা বাতিল নিয়ে নির্বাচনী এলাকায় জোরেসরে আলোচনা হচ্ছে।

অন্যদিকে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি নজরুল ইসলাম দুলাল দলীয় নেতাকর্মীদের কাছে টেনে নির্বাচনী মাঠ চড়ে বেড়াচ্ছেন। আব্দুল হাইয়ের শাসনামলে এমন সুযোগ দলীয় ও বিরোধী নেতাকর্মীরা কেউ পায়নি বলে মনে করছেন সাধারন মানুষ। যার কারনে নির্বাচনী মাঠে দুলাল অনেকটা সুবিধাজনক অবস্থান তৈরি করতেও সক্ষম হয়েছেন।

শেষ পর্যন্ত আব্দুল হাইয়ের প্রার্থিতা যদি বহাল থাকে তাহলেও নির্বাচনী মাঠে দুই প্রার্থীর হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে।

news24bd.tv/ab