আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করলো ভারত

সংগৃহীত ছবি

আরব সাগরে যুদ্ধজাহাজ মোতায়েন করলো ভারত

অনলাইন ডেস্ক

ভারত উপকূলে ইসরায়েলের সাথে সংশ্লিষ্ট কেমিক্যালবাহী জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পরিপ্রেক্ষিতে আরব সাগরে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ মোতায়েন করেছে ভারতীয় নৌবাহিনী। যুদ্ধজাহাজের পাশাপাশি যুদ্ধবিমানের সাহায্যেও অঞ্চলটিতে টহল দিয়ে যাচ্ছে ভারতীয় বিমানবাহিনী। খবর আল জাজিরার।

ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আরব সাগরের বিভিন্ন স্থানে আমাদের সামরিক উপস্থিতি নিশ্চিত করার জন্য তিনটি ক্ষেপণাস্ত্র বিধ্বংসী যুদ্ধজাহাজ মোতায়েন করা হয়েছে।

গত ২৩ ডিসেম্বর এমভি কেম প্লুটো নামক জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার পেছনে ইরানকে দায়ী করেছিল যুক্তরাষ্ট্র। অভিযোগটি অস্বীকার করেছে ইরান।

হামলাটি এমন সময়ে ঘটেছে যখন লোহিত সাগরে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুথির হামলা ঠেকাতে ২০টি দেশের সমন্বয়ে টাস্কফোর্স গঠন করেছে যুক্তরাষ্ট্র।

এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্র ইরানকে জাহাজে হামলার জন্য দোষ দিয়েছে।

পাশাপাশি, এই প্রথমবারের মতো লোহিত সাগরের বাইরে জাহাজে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে।

আল জাজিরার সাংবাদিক রসূল সরদার জানান, শুধুমাত্র লোহিত সাগর নয় বরং আরব উপদ্বীপেও সামরিকীকরণ বাড়ছে। এটি হচ্ছে গাজায় চলমান ইসরায়েল-হামাস যুদ্ধেরই পরিণতি।

এমভি কেম প্লুটো সফলভাবে ভারতের মুম্বাইয়ে নোঙর করেছে। ভারতীয় সেনাবাহিনী বর্তমানে হামলার ঘটনা তদন্ত করছে।

news24bd.tv/ab