ছিনতাইয়ের পর ধরা পড়লেই নাম পাল্টে ফেলে মাসুদ

মাসুদ মিয়া প্রকাশ ওরফে মো. মাসুম মিয়া- সংগ্রহীত ছবি।

তেজগাঁওয়ে ছুরিসহ ছিনতাইকারী গ্রেপ্তার

ছিনতাইয়ের পর ধরা পড়লেই নাম পাল্টে ফেলে মাসুদ

নিজস্ব প্রতিবেদক

ছিনতাইয়ের প্রস্তুতিকালে মো. মাসুদ মিয়া প্রকাশ ওরফে মো. মাসুম মিয়া (৩৩) নামে ছিনতাইকারীকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি ছুরি উদ্ধার করা হয়।

সোমবার রাতে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামনে থেকে তাকে গ্রেপ্তার করা হয়। মাসুদ গ্রেপ্তার এড়াতে বিভিন্ন সময়ে বিভিন্ন নামে পরিচয় দেয়।

গ্রেপ্তারের পরপরই সে নিজের নাম পাল্টে ফেলে।

পুলিশ জানায়, গ্রেপ্তার মাসুদ একজন পেশাদার ছিনতাইকারী। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ৪টি মামলা রয়েছে। সে নির্জন ফুটপাতে ওঁত পেতে থাকে।

একা পথচারী পেলে ছুরি ধরে সব ছিনিয়ে পালিয়ে যায়।

পুলিশ আরও জানায়, প্রায় ১০ বছর ধরে সে ছিনতাই করছে। এ পর্যন্ত অর্ধ শতাধিক ছিনতাইয়ে জড়িত। কিন্তু তার বিরুদ্ধে মামলা মাত্র ৪টি। জিজ্ঞাসাবাদে মাসুদ জানায়, গ্রেপ্তার এড়াতে প্রতিবারই সে পুলিশের কাছে নতুন নতুন নাম বলে।

মাসুদ আরও জানিয়েছে, সে বিভিন্ন সময় বাবুল, আফছার, নাজিম নামেও পরিচয় দিয়েছে। গতকাল রাতে তেজগাঁও থানার সোনারগাঁও ক্রসিং ব্যাংক এশিয়ার সামনে ছিনতাইয়ের প্রস্তুতি নিচ্ছিলো সে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ তাকে গ্রেপ্তার করে।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক