ভোট গণনার সময় থাকতে পারবে সাংবাদিক-পর্যবেক্ষক : সিইসি

প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল- ফাইল ছবি।

ভোট গণনার সময় থাকতে পারবে সাংবাদিক-পর্যবেক্ষক : সিইসি

নিজস্ব প্রতিবেদক

ভোট গণনার সময় সাংবাদিক ও পর্যবেক্ষকরা উপস্থিত থাকতে পারবেন বলে জানিয়েছেন সিইসি কাজী হাবিবুল আউয়াল। তিনি বলেন, ভোটের মাঠে পেশিশক্তির ব্যবহার হলে রিটার্নিং কর্মকতাদের জানালে তাৎক্ষণিক ভোটগ্রহণ বন্ধ করা হবে।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) চট্টগ্রামের এলজিইডি মিলনায়তনে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়া প্রার্থীদের সঙ্গে মতবিনিময় করেন প্রধান নির্বাচন কমিশনার। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ মাঠ প্রশাসনের চট্টগ্রাম বিভাগের কর্মকর্তাদের সঙ্গে আলাদা মতবিনিময় সভা করেন সিইসি।

নগরের পিটিআই মিলনায়তনে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ের আয়োজনে এই সভা হয়। সভায় চট্টগ্রাম বিভাগের সকল জেলা প্রশাসক, জেলার পুলিশ সুপার, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সকল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. তোফায়েল ইসলাম সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম।

news24bd.tv/FA