পরাজয় জেনে নির্বাচনে আসেনি বিএনপি, বিদেশিদের বলেছি : কাদের

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের- ফাইল ছবি।

পরাজয় জেনে নির্বাচনে আসেনি বিএনপি, বিদেশিদের বলেছি : কাদের

নিজস্ব প্রতিবেদক

বিএনপি হারার ভয়ে নির্বাচনে আসেনি, এটা বিদেশিরাও জানেন, সাংবিধানিক বাধ্যবাধকতার জন্যে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে বলে জানালেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) বিকেলে রাজধানীর তেজগাঁও ঢাকা জেলা আওয়ামী লীগের কার্যালয়ে ইউপি ও ইউনিয়নের ইলেকশন এক্সপার্ট টিমের সাথে বৈঠক শেষে এসব কথা বলেন সেতুমন্ত্রী। তিনি বলেন, এখানে ২৭টি দল অংশ গ্রহণ করছে যা পজেটিভ ভাবেই বিদেশি পর্যবেক্ষকরা দেখছে।

কাদের জানান, নির্বাচন কীভাবে অনুষ্ঠিত হচ্ছে সে বিষয়ে জানতে চেয়েছে পর্যবেক্ষকরা।

স্বতন্ত্র সব আওয়ামী লীগের কিনা জানতে চেয়েছে এক্সপার্ট টিম। বিএনপি কেন আসেনি সে বিষয়টি নিয়েও কথা হয়েছে। বিএনপি পরাজয় নিশ্চিত জেনেই নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে ষড়যন্ত্র করছে যা পরিষ্কার করে উত্থাপন করা হয়েছে বলেও জানান কাদের।

সেতুমন্ত্রী বলেন, বাংলাদেশে একটি ওয়েস্ট মিনিস্টারি টাইপের এক্সপেরিমেন্ট হবে এই নির্বাচন।

তাই স্বতন্ত্র প্রার্থীদের পক্ষে তৃণমূল আওয়ামী লীগের নেতারা প্রকাশ্যে কাজ করলেও কোন সমস্যা নেই।

news24bd.tv/FA