স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর করে নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

প্রচার মাইক ভাংচুর

স্বতন্ত্র প্রার্থীর প্রচার মাইক ভাঙচুর করে নেতাকর্মীদের হুমকি দেওয়ার অভিযোগ

ঝিনাইদহ প্রতিনিধি:

ঝিনাইদহ-১ (শৈলকুপা) আসনে স্বতন্ত্র প্রার্থী ট্রাক প্রতীকের নজরুল ইসলাম দুলালের প্রচার মাইক ভাঙচুর ও নেতাকর্মীদের হুমকি-ধামকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রতীকের কর্মী সমর্থকদের বিরুদ্ধে। এ ঘটনায় ওই এলাকায় উত্তেজনা বিরাজ করছে। মঙ্গলবার বিকালে উপজেলার মির্জাপুর ইউনিয়নের পরিষদের পাশে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বিকালে ট্রাক প্রতীকের প্রচার মাইক মির্জাপুর ইউনিয়ন পরিষদ এলাকায় পৌঁছালে সে সময় নৌকা প্রতীকের কর্মী ও ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদের নেতৃত্বে রিফাত, ঠান্ডু হোসেন, জিসানসহ সংঘবদ্ধ একদল প্রচার মাইক ভাংচুর করে।

পরে প্রচার মাইকে ব্যবহৃত গাড়িটি ভাংচুর করে।  

উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম টুলু অভিযোগ করেন ,নৌকা প্রতীকের কর্মী চেয়ারম্যান ফিরোজ ও তার ক্যাডার বাহিনী প্রতিনিয়ত আমাদের উপর ভয়ভীতি ও হুমকি ধমকি দিয়ে আসছে।  

আরও পড়ুন: নৌকা প্রতীকে ভোট চাইলেন বিএনপি নেতা

এ সকল অভিযোগের বিষয় জানতে ইউপি চেয়ারম্যান ফিরোজ আহমেদ ব্যক্তিগত মোবাইল নাম্বারে একাধিকবার কল করলেও তিনি রিসিভ করেনি।  

এ ব্যাপারে শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম চৌধুরী জানান, হামলাকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv/কেআই