রাঙামাটিতে তক্ষক পাচারের অভিযোগে আটক ২

রাঙামাটির নানিয়ারচরে ২ তক্ষক ব্যবসায়ী আটক

রাঙামাটিতে তক্ষক পাচারের অভিযোগে আটক ২

ফাতেমা জান্নাত মুমু,রাঙামাটি

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় তক্ষক পাচার ও ব্যবসার সাথে জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ। আটককৃতদের নাম- রীতিময় চাকমা (২৫) ও আনুমং মারমা (২৭)। মঙ্গলবার দুপুরে নানিয়ারচর উপজেলা বাজার থেকে তাদের আটক করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাঙামাটির বরকল উপজেলার সুবলং ইউনিয়নের পানছড়ি এলাকার সভ্যশাসী চাকমার ছেলে রীতিময় চাকমা ও খাগড়াছড়ি জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি এলাকার মংশিং মারমার ছেলে আনুমং মারমা দীর্ঘ দিন ধরে গোপনে তক্ষক পাচারের ব্যবসা করে আসছিল।

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার নানিয়ারচর বাজারে অভিযান চালিয়ে তাদের আটক করে নানিয়ারচর থানা পুলিশ।  

রাঙামাটি নানিয়ারচর উপজেলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, রীতিময় চাকমা ও আনুমং মারমা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তক্ষক ব্যবসা ও পাচারের সাথে জড়িত বলে স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে বন ও পশু সংরক্ষণ আইনে মামলা করা হয়েছে।

সম্পর্কিত খবর