নেপিয়ারে আবারও বিধ্বংসী বাংলাদেশ, ১০ ওভারে ৫ উইকেট নেই কিউইদের

সংগৃহীত ছবি

নেপিয়ারে আবারও বিধ্বংসী বাংলাদেশ, ১০ ওভারে ৫ উইকেট নেই কিউইদের

অনলাইন ডেস্ক

নেপিয়ারে আবারও জ্বলে উঠলেন বাংলাদেশি বোলাররা। পেসার-স্পিনারদের দুরন্ত বোলিংয়েই ১০ ওভারের মধ্যে নিউজিল্যান্ড হারিয়েছে ৫ উইকেট। স্বাগতিক ব্যাটিং লাইনআপের অর্ধেক ব্যাটারকে হারিয়ে ফেলেছে দলীয় ৫০ রানে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত, ১১ ওভার শেষে কিউইদের সংগ্রহ ৬২ রান।

ম্যাকলিয়ান পার্কে নতুন বলে বাংলাদেশের শুরুটা ছিল কল্পনাতীত। টসে জিতে আগে বোলিংয়ে নেমে ১ রানেই নিউজিল্যান্ডের ৩ উইকেট তুলে নেয় টাইগাররা। প্রথম ওভারে শেখ মাহেদী টিম সেইফার্টকে খালি হাতে ফিরিয়ে দেন। পরের ওভারে টানা দুই বলে দুইবার আঘাত হানেন পেসার শরীফুল ইসলাম।

ফিন অ্যালেনকে (১) স্লিপে সৌম্য সরকারের ক্যাচ বানানোর পরের বলেই দুর্দান্ত এক ডেলিভারিতে গ্লেন ফিলিপসকে এলবিডব্লুউ করেন এই বাঁহাতি। প্রথমে আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় সফরকারীরা।  

শুরুর সেই ধাক্কা কাটিয়ে উঠতে পাল্টা আক্রমণের পথে হাঁটেন ডেরিল মিচেল। তবে কাজে আসেনি সেই পরিকল্পনা। আবারও বোলিংয়ে এসেই এই ডানহাতিকে বোল্ড করেন মাহেদী। ফলে ২০ রানেই ৪ উইকেট হারিয়ে ফেলে নিউজিল্যান্ড। এরপর মার্ক চাপম্যান ও জিমি নিশাম ধরেন দলের হাল। আস্তে-ধীরেই এগোচ্ছিলেন তারা। তবে তাতে বাধ সাধেন লেগ স্পিনার রিশাদ হোসেন। চাপম্যানকে ফিরিয়ে দিয়ে এ জুটি ভাঙেন তিনি।

এর আগে এই ভেন্যুতেই নিজেদের বিধ্বংসী রূপ দেখায় বাংলাদেশি পেসাররা। গত শনিবার সিরিজের শেষ ওয়ানডেতে স্বাগতিকদের মাত্র ৯৮ রানেই অলআউট করেন তানজিম সাকিব-শরীফুল ইসলামরা। ম্যাচের ১০ উইকেটই নেন বাংলাদেশি পেসাররা।  

news24bd.tv/SHS