ব্রিজ ভেঙে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কি.মি. যানজট

ফাইল ছবি

ব্রিজ ভেঙে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ৫ কি.মি. যানজট

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

মির্জাপুর উপজেলার জামুর্কী ইউনিয়নের পাকুল্ল্যা এলাকায় ব্রিজের মাঝখানের কিছু অংশ ভেঙে যাওয়ায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া থেকে কুর্ণী পর্যন্ত প্রায় পাঁচ কিলোমিটার এলাকায় যানজট দেখা দিয়েছে।  এতে দুর্ভোগে পড়েছে যাত্রীরা।

জানা গেছে, সোমবার সকালে ব্রিজটির মাঝখানের কিছু অংশ ভেঙে পড়লে ঝুঁকি নিয়ে একপাশ দিয়ে যান চলাচল করতে থাকে। পরে বেলা এগারোটার দিকে চার লেন কাজের ঠিকাদারের লোকজন ব্রিজটি সংস্কারের কাজ শুরু করেন।

এর ফলে যান চলাচলে কিছুটা বিঘ্ন হচ্ছে।

এ ব্যাপারে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মিজানুল হক জানিয়েছেন, মহাসড়কের উভয় পাশে পুলিশ কাজ করছে।

এদিকে, যানজটের কারণে দশ মিনিটের রাস্তা পার হতে ঘণ্টা পেরিয়ে যাচ্ছে বলে জানিয়েছে এ রাস্তায় চলাচলকারী যাত্রীরা।

সম্পর্কিত খবর