রাজশাহীর ৪ নেতাকে বহিষ্কার, বিব্রত জেলা বিএনপি 

সংগৃহীত ছবি

রাজশাহীর ৪ নেতাকে বহিষ্কার, বিব্রত জেলা বিএনপি 

ভোটের প্রচারণায় অংশ নেয়ায় রাজশাহীর গোদাগাড়ী উপজেলা বিএনপির চার নেতাকে বহিষ্কার করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (২৮ দিসেম্বর) বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বহিষ্কার হওয়া চারজন গোদাগাড়ী উপজেলা বিএনপির সাবেক সভাপতি মোজাম্মেল হক, বর্তমান সাংগঠনিক সম্পাদক মাহবুবুল আলম, বাসুদেবপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মান্নান ও সাংগঠনিক সম্পাদক মানিক।

তবে কেন্দ্রীয় বিএনপির এই সিদ্ধান্তে বিব্রত রাজশাহী জেলা বিএনপির নেতারা।

রাজশাহী জেলা বিএনপির সদস্য সচিব বিশ্বনাথ সরকার বলেন, বিএনপির চার নেতাকে বহিষ্কার করার ঘটনায় আমরা বিব্রত। সাবেক সভাপতি মোজাম্মেল হক নৌকার প্রচারণায় অংশ নেয়ার তাকে বহিষ্কার করা ঠিক আছে। কিন্তু বাকি বর্তমান নেতারা বিএনপির সকল দলীয় কার্যক্রমে অংশ নেন। তারা কয়েক দিন থেকে বিএনপির কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে লিফলেট বিতরণ করছেন।

তিনি আরও বলেন, বহিষ্কারের সিদ্ধান্তটি সঠিক হয়নি। আমরা হোয়াটসঅ্যাপে জেলা বিএনপির প্রতিবাদের কপি লন্ডনে পাঠাবো। আশা করি সেখান থেকে বহিষ্কারের সিদ্ধান্ত সংশোধন করা হবে৷ তা না হলে গোদাগাড়ী উপজেলা বিএনপির অনেক নেতা পদত্যাগ করতে পারে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক