জাল টাকাসহ কারারক্ষী গ্রেপ্তার

জাল টাকাসহ কারারক্ষী গ্রেপ্তার

ঝালকাঠি প্রতিনিধি

ঝালকাঠির নলছিটিতে জাল টাকাসহ আবু জাফর সিকদার (৪৫) নামে এক কারারক্ষীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যায় নলছিটি উপজেলার মগর ইউনিয়নের আমিরাবাদ বাজার থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার কারারক্ষী আবু জাফর বরিশাল কোতোয়ালি থানার চণ্ডীপুর এলাকার মহব্বত আলী সিকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার সন্ধ্যায় আবু জাফর জাল টাকা নিয়ে আমিরাবাদ বাজারে বাজার করে এক দোকানদারকে ৫০০ টাকার একটি জাল নোট দেন। পরে আকন ট্রের্ডাস নামে এক দোকানীকে সাবান কিনে আরেকটি ৫০০ টাকার নোট দেয়। পরে তাকে আটক করে নলছিটি থানা-পুলিশকে খবর দেওয়া হয়। পুলিশ গিয়ে তাকে আটক করে থানায় নিয়ে আসে।

এ সময় তার কাছ থেকে ৫০০০ টাকা জাল নোট উদ্ধার করা হয়।

নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুরাদ আলী বলেন, আবু জাফর স্বীকার করেন তিনি ঝালকাঠির জেলা কারাগারের কারারক্ষী। এ ঘটনায় তার বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

news24bd.tv/তৌহিদ