একাদশে যে পরিবর্তন এনে বোলিংয়ে বাংলাদেশ 

সংগৃহীত ছবি

একাদশে যে পরিবর্তন এনে বোলিংয়ে বাংলাদেশ 

অনলাইন ডেস্ক

জয়েই নিউজিল্যান্ডের বিপক্ষে টি২০ সিরিজ শুরু করেছে বাংলাদেশ। নেপিয়ারে সিরিজের প্রথম টি২০ ম্যাচে কিউইদের ৫ উইকেটে হারায় টাইগাররা। আজ মাউন্ট মঙ্গানুইয়ে সিরিজের দ্বিতীয় টি২০। যে ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ব্ল্যাকক্যাপসদের মাটিতে কোনো ফরম্যাটে সিরিজ জিতবে বাংলাদেশ।

সেই লক্ষ্যে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। চোটের কারণে লিটন দাসকে এ ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামীম হোসেন। দলের কিপিং গ্লাভস গেছে রনি তালুকদারের হাতে।

এদিকে, প্রথম টি২০ ম্যাচে বাংলাদেশের কাছে কোনো পাত্তা না পেলেও খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। একাদশে কোনো পরিবর্তন না এনেই দ্বিতীয় টি২০ খেলতে নেমেছে স্বাগতিকরা।  

নিউজিল্যান্ড একাদশ: টিম সেইফার্ট, ফিন অ্যালেন, ডেরিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চাপম্যান, জেমস নিশাম, মিচেল স্যান্টনার, অ্যাডাম মিলন, টিম সাউদি, ঈশ সোধী, বেন সিয়ারস।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, রনি তালুকদার (উইকেটকিপার), নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তাওহীদ হৃদয়, আফিফ হোসেন, শামীম হোসেন, শেখ মাহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান সাকিব, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান।

news24bd.tv/SHS