বৃষ্টিতে বন্ধ দ্বিতীয় টি২০ 

সংগৃহীত ছবি

বৃষ্টিতে বন্ধ দ্বিতীয় টি২০ 

অনলাইন ডেস্ক

বৃষ্টির বাগড়ায় আপাতত বন্ধ রয়েছে বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি২০ ম্যাচ। মাউন্ট মঙ্গানুইয়ে বেরসিক বৃষ্টি হানা দেওয়ার আগে ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলেছে কিউইরা। শরীফুল ইসলাম প্রথম ব্রেক থ্রু এনে দেওয়ার পর লেগ স্পিনার রিশাদ হোসেনের দুর্দান্ত বোলিংয়ে সেভাবে রান তুলতে পারেনি স্বাগতিকরা।

এর আগে বে ওভালে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠান বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

বোলিংয়ে নেমে দ্বিতীয় ওভারেই সফলতা পায় টাইগাররা। শুরুতেই ফিন অ্যালেনকে ২ রানে ফিরিয়ে দেন পেসার শরীফুল। পরে ভয়ঙ্কর হতে থাকা টিম সেইফার্টের উইকেট তুলে নেন পেসার তানজিম হাসান সাকিব। ফেরার আগে ২৩ বলে ৪৩ রান করেন এই ওপেনার।
 

অ্যালেনকে হারানোর পর নিউজিল্যান্ড পাল্টা আক্রমণে যায়। সেইফার্ট রান তুলতে থাকেন দ্রুত। তবে এক প্রান্তে বল হাতে রান আটকানোর কাজ দারুণভাবে সারেন রিশাদ। টানা ৩ ওভার বল করে মাত্র ১০ রান খরচ করেন এই লেগি।

এ ম্যাচ জিতলেই প্রথমবারের মতো ব্ল্যাকক্যাপসদের মাটিতে কোনো ফরম্যাটে সিরিজ জিতবে বাংলাদেশ। সেই লক্ষ্যে টসে জিতে নিউজিল্যান্ডকে আগে ব্যাটিংয়ে পাঠায় টাইগাররা। চোটের কারণে লিটন দাসকে এ ম্যাচে পাচ্ছে না বাংলাদেশ। তার জায়গায় একাদশে সুযোগ পেয়েছেন শামীম হোসেন। দলের কিপিং গ্লাভস গেছে রনি তালুকদারের হাতে।

এদিকে, প্রথম টি২০ ম্যাচে বাংলাদেশের কাছে কোনো পাত্তা না পেলেও খেলোয়াড়দের ওপর আস্থা রেখেছে টিম ম্যানেজমেন্ট। একাদশে কোনো পরিবর্তন না এনেই দ্বিতীয় টি২০ খেলতে নেমেছে স্বাগতিকরা।

news24bd.tv/SHS