জাসদ সভাপতি হাসানুল হক ইনুর আসন কুষ্টিয়া-২ এর নির্বাচনি মাঠ থেকে বিদায় নিলেন বিএনএম প্রার্থী আরিফুর রহমান। ইনুর মূল প্রতিদ্বন্দ্বি কামারুল আরেফিনকে সমর্থন দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
শুক্রবার (২৯ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে সংবাদ সম্মেলন করে আরিফুর রহমান এই ঘোষণা দেন। একই এলাকায় দুই প্রার্থী না থেকে বরং কামারুলের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
শুক্রবার রাতে কুষ্টিয়ার মিরপুরে নিজের অফিসে বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন-বিএনএম এর নোঙর প্রতীকের প্রার্থী আরিফুর রহমান এ সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এতে অন্যদের সঙ্গে ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী কামারুল আরেফিনের স্ত্রী দিশা আরেফিনও উপস্থিত ছিলেন।
আরিফুর বলেন, দিশা আমার সম্পর্কে ভাতিজি হয়। একই সঙ্গে কামারুল আরেফিন ও আমি দুইজনই মিরপুর উপজেলার বাসিন্দা।
এর আগে, গত ২৭ ডিসেম্বর ব্যক্তিগত কারণ দেখিয়ে এই আসনের আরেক প্রার্থী (স্বতন্ত্র) ডা. মুন্তানজীদ সংবাদ সম্মেলন করে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর কথা বলেন। তবে তিনি কোন প্রার্থীকে সমর্থন দেওয়ার কথা বলেননি।
news24bd.tv/ab