সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল বিকেএমইএ

সংগৃহীত ছবি

সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল বিকেএমইএ

নিউজ টোয়েন্টিফোর ডেস্ক

বাংলাদেশের নিটওয়্যার খাতের কর্মপরিবেশের নিরাপত্তা ও স্বাস্থ্য সচেতনতা নিশ্চিতকরণের স্বীকৃতিস্বরূপ ‘সাউথ এশিয়ান বিজনেস এক্সিলেন্স অ্যাওয়ার্ড-২০১৭’ পুরস্কার পেয়েছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)। রবিবার রাজধানীর একটি হোটেলে এক অনুষ্ঠানে এ পুরস্কার প্রদান করা হয়।

বিশ্বমানব সম্পদ উন্নয়ন কংগ্রেস এবং এশিয়ান কনফেডারেশন অব বিজনেস যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আন্তর্জাতিকবিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী।

বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন রাষ্ট্রদূত এবং বাংলাদেশ এন্টারপ্রাইজ ইরনস্টিটিটিউটের বর্তমান সভাপতি ও সিইও ফারুক সোবহান এবং এফবিসিসিআইয়ের প্রাক্তন সভাপতি ও মাল্টিমোড লিমিটেডের বর্তমান চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু।

বিশ্ব মানব সম্পদ উন্নয়ন কংগ্রেসের এমিরেটাস চেয়ারম্যান ড. অরুণ অরোরা এবং ড. হরিশ মেহতা, বিশ্ব মানব সম্পদ উন্নয়ন কংগ্রেসের গ্লোবাল চেয়ারম্যান জ্যাক জোনস, আইআইএম আহমেদাবাদের সাবেক ডিন এবং বর্তমান সভাপতি প্রফেসর ইন্দিরা পারেখ, সিএসএসআর ডে এবং ওয়ার্ল্ড সাসটেইনেবিলিটি-এর প্রতিষ্ঠাতা ড. আরএল ভাটিয়া এই পুরস্কারের জন্য বিকেএমইএ-কে নির্বাচিত করেন।

সম্পর্কিত খবর