নববর্ষ উপলক্ষে টিভি ভাষণে সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনিশ রানির

সংগৃহীত ছবি

নববর্ষ উপলক্ষে টিভি ভাষণে সিংহাসন ছাড়ার ঘোষণা ডেনিশ রানির

অনলাইন ডেস্ক

হুট করেই পদত্যাগের ঘোষণা দিলেন ডেনমার্কের রানি দ্বিতীয় মার্গারেট। আজ সোমবার ইংরেজি নববর্ষ উপলক্ষে দেওয়া টিভি ভাষণে আকস্মিক এই ঘোষণা দেন তিনি। জানান রানির পদ থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন।

জানা গেছে, আগামী ১৪ জানুয়ারি আনুষ্ঠানিকভাবে সিংহাসন ত্যাগ করবেন তিনি।

এদিন তার সিংহাসনে আরোহণের ৫২ বছর পূর্ণ হবে। এরপর দায়িত্ব নেবেন তার বড় ছেলে প্রিন্স ফ্রেডেরিক।

গত বছরের ফেব্রুয়ারিতে কোমরের অস্ত্রোপচার করান তিনি। এ কারণেই তার সিংহাসন ছাড়া বলে ভাষণে জানিয়েছেন রানি, অস্ত্রোপচারের পরেই স্বাভাবিকভাবে ভবিষ্যৎ নিয়ে ভাবনার সৃষ্টি করে, ভাবতে থাকি এটাই সঠিক সময় কি-না, পরবর্তী প্রজন্মের হাতে দায়িত্ব তুলে দেওয়ার।

 

তিনি আরও বলেন, আমি সিদ্ধান্ত নিয়েছি, এটাই সঠিক সময়। আগামী ১৪ জানুয়ারি ২০২৩ - আমার প্রিয় বাবা থেকে রাজত্ব পাওয়ার ৫২ বছর পর আমি ডেনমার্কের রানির সিংহাসন ছাড়তে যাচ্ছি।  

ডেনমার্কের ইতিহাসে সবচেয়ে বেশিদিন রানির দায়িত্বে ছিলেন দ্বিতীয় মার্গারেট। ১৯৫২ সালে তার বাবা কিং ফ্রেডেরিক নবম মারা যাওয়ার পর তিনি রানির মুকুট পরেছিলেন। এরপর থেকে তিনিই সামলে আসছিলেন রাজপরিবারের দায়িত্ব।

শুধু ডেনমার্ক নয়, ব্রিটেনের রানি দ্বিতীয় এলিজাবেথ মৃত্যুর পরে ইউরোপে সবচেয়ে দীর্ঘসময় ধরে সিংহাসনে থাকা রানির তকমা পান তিনি।

news24bd.tv/SHS