থার্টিফার্স্টে কেরোসিন মুখে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ ৩ যুবক

প্রতীকী ছবি

থার্টিফার্স্টে কেরোসিন মুখে আগুন জ্বালাতে গিয়ে দগ্ধ ৩ যুবক

অনলাইন ডেস্ক

থার্টিফার্স্ট নাইট উদ্‌যাপন করতে মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালানোর সময় ৩ কিশোর দগ্ধ হয়েছেন। রোববার রাতে রাজধানীর কামরাঙ্গীরচর মজিবর ঘাট এলাকার একটি বাসার ছাদে এ ঘটনা ঘটে।

সোমবার (১ জানুয়ারি) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের (ইনচার্জ) বাচ্চু মিয়া এই তথ্য নিশ্চিত করেন। গুরুতর দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

দগ্ধরা হলেন - সহোদর রাকিব (১৭) ও রায়হান (১৭) এবং তাদের ভাতিজা রহমতউল্লাহ সিয়াম (১৬)। তাদেরকে হাসপাতালে নিয়ে আসা রাকিবের খালাতো ভাই মো. সজিব জানান, মজিবর ঘাট ৫ নম্বর গলিতে থাকেন তারা। সেখানে একটি বাড়ির পাঁচতলার ছাদে তারা থার্টিফার্স্ট নাইট উদ্‌যাপন করছিলেন। মুখে কেরোসিন নিয়ে আগুন জ্বালাচ্ছিলেন সিয়াম।

তখনই অসাবধানতাবশত তার শরীরে কেরোসিন পড়লে আগুন ধরে যায়। তখন সেই আগুন নেভাতে গিয়ে সেখানে থাকা রাকিব-রাইয়ান কিছুটা দগ্ধ হন। সঙ্গে সঙ্গে তাদেরকে উদ্ধার করে বার্ন ইনস্টিটিউটে নিয়ে আসা হয়।

স্বজনরা জানান, সিয়াম একটি মোটরসাইকেলের ওয়ার্কশপে কাজ করেন। তার বাবার নাম স্বপন। আর রাকিব এবং রায়হান কারখানায় চাকরি করে।

বার্ন ইনস্টিটিউটের দায়িত্বরত চিকিৎসকরা জানান, সিয়ামের শরীরের প্রায় পুরোটাই পুড়ে গেছে। তার অবস্থায় আশঙ্কাজনক। বাকি দুজন আশঙ্কামুক্ত।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক