বছরের প্রথম দিনেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা

বছরের প্রথম দিনে বায়ুদূষণের শীর্ষে ঢাকা। ছবি: সংগৃহীত

বছরের প্রথম দিনেই বায়ুদূষণে শীর্ষে ঢাকা

অনলাইন ডেস্ক

২০২৪ সালের প্রথম দিনে বিশ্বে বায়ুদূষণে শীর্ষে রয়েছে রাজধানী ঢাকা। বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচকে সোমবার (১লা জানুয়ারি) সকাল ১০টা ২২ মিনিটে ২৮১ স্কোর নিয়ে প্রথম স্থানে উঠে আসে ঢাকা।  

তালিকায় ওই সময় ২২৮ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে ভারতের কলকাতা, তৃতীয় স্থানে উঠে আসে ঘানার আক্রা, যার স্কোর ২২৬, ভারতের দিল্লি চতুর্থ, স্কোর হচ্ছে ২২৩ ও ২২২ স্কোরে পঞ্চম স্থানে উঠে আসে চীনের চেংদু।

আইকিউএয়ারের দেওয়া আজকের ওই তালিকায় বলা হয়েছে, ঢাকার বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণাই (পিএম ২.৫) দূষণের প্রধান উৎস।

আজ ঢাকার বাতাসে যতটা এই বস্তুকণা আছে, তা বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মানদণ্ডের চেয়ে ৪৬ দশমিক ৬ গুণ বেশি।

আইকিউএয়ার জানায়, স্কোর শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে বায়ুর মান ‘ভালো’ বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে বায়ুর মান ‘মাঝারি বা সহনীয়’ হিসেবে ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়।

স্কোর ১৫১ থেকে ২০০ পর্যন্ত হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ হলে ‘খুবই অস্বাস্থ্যকর’ বলে বিবেচনা করা হয়। এ ছাড়া স্কোর ৩০১-এর বেশি হলে তা ‘দুর্যোগপূর্ণ’ বলে বিবেচিত হয়।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক