আমেরিকার হামলায় ১০ হুথি যোদ্ধা নিহত

হুতিরা একটি জাহাজের দখল নিচ্ছে

আমেরিকার হামলায় ১০ হুথি যোদ্ধা নিহত

অনলাইন ডেস্ক

লোহিত সাগরে একটি পণ্যবাহী জাহাজের নিয়ন্ত্রণ নিতে গিয়ে মার্কিন সেনাদের হামলার শিকার হয়ে ১০ হুথি যোদ্ধা নিহত হয়েছে।

সোমবার (১ জানুয়ারি) ইয়েমেনের হুতি বিদ্রোহীরা জানিয়েছে, মার্কিন বাহিনীরা পরপর তিনটি নৌযানে হামলা করে আমাদের ১০ জন যোদ্ধাকে মেরে ফেলেছে। যদিও হুতিরা জানায়, লোহিত সাগরে তাদের নৌকাগুলো সমুদ্রসীমার নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখার লক্ষ্যে কাজ করছিল।

পাল্টা বক্তব্যে মার্কিন সামরিক বাহিনী জানায়, হুতিরা কন্টেইনারবাহী জাহাজে হামলা চালানোর পরিকল্পনা করেছিল।

সে অনুযায়ী তারা হামলা করলে আমরা পাল্টা আক্রমণ চালিয়ে ওদের তিনটি নৌকা ডুবিয়ে দিয়েছি।

উল্লেখ্য, ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার প্রতিবাদে বিগত নভেম্বর মাস থেকেই জাহাজ লক্ষ্য করে হামলা করে আসছিলো হুথিরা। ওইসময় থেকেই ইসরায়েলের জাহাজে বিভিন্ন ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে একাধিকবার হামলাও চালায় তারা।

news24bd.tv/SC