নওগাঁয় বই বিতরণ উৎসব

নওগাঁয় চলছে বই বিতরণ উৎসব। ছবি: সংগৃহীত

নওগাঁয় বই বিতরণ উৎসব

নওগাঁ প্রতিনিধি

সারা দেশের ন্যায় নওগাঁয় বই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল ১০টায় নওগাঁ জিলা স্কুল মাঠে প্রধান অতিথি হিসেবে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জাকির হোসেন।

বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছসিত অভিভাবক ও শির্ক্ষাথীরা। বছরের শুরুতে বই পাওয়া পড়াশুনায় শিক্ষার্থীরা মনযোগী হবে বলে জানান অভিভাবক ও সংশ্লিষ্টরা।

এ সময় জিলা স্কুলের প্রধান শিক্ষক আব্দুল আজিজ সরদারের সভাপতিত্বে বক্তব্য রাখেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফর রহমান।

জেলা প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা যায়, এবছর জেলায় প্রাথমিক, মাধ্যমিক ও মাদ্রসার জন্য ৪৩ লাখ ৪৪ হাজার ৫৪৬টি বইয়ের চাহিদা পাঠানো ছিল। এরমধ্যে ৩১ লাখ ৭৭ হাজার ১৮৫টি বই পাওয়া গেছে।

news24bd.tv/DHL

এই রকম আরও টপিক