চীন-তাইওয়ান আবার এক হবে: শি জিনপিং

চীন ও তাইওয়ানের প্রেসিডেন্ট

চীন-তাইওয়ান আবার এক হবে: শি জিনপিং

অনলাইন ডেস্ক

নতুন বছরকে আগমন করতে চীনের মানুষের উদ্দেশ্যে এক বক্তব্য দিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। সেখানে তাইওয়ানকে পুনরায় নিজেদের সাথে যুক্ত করার আশাবাদ ব্যক্ত করেন শি।

গত বছর ঠিক এমনই এক বক্তব্য দিয়েছিলেন চীনের প্রেসিডেন্ট। তবে সেবার তিনি তাইওয়ানকে একই পরিবারের সদস্য বলে আখ্যা দিয়েছিলেন।

কিন্তু এবার কিছুটা শক্ত ভাষায় তাইওয়ানকে নিজেদের সাথে যুক্ত করার প্রত্যয় ব্যক্ত করেন শি।

এদিকে ২০২৪ সালকে স্বাগত জানাতে আরেক পৃথক বার্তা দেন তাইওয়ানের বর্তমান প্রেসিডেন্ট সাই ইং-ওয়েন। বক্তব্যে তিনি বলেন, 'তাইওয়ানের ভাগ্য নির্ধারণে সেদেশের মানুষের ইচ্ছাকে প্রাধান্য দেওয়া হবে। চীন কি চাচ্ছে সেসব মোটেও আমাদের ভাববার বিষয় নয়।

'

উল্লেখ্য, তাইওয়ানের আসন্ন ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনকে ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশকিছু গুজবের ভিডিও ছড়িয়েছে। এসব ভিডিও বেশিরভাগ নকল এবং ডিপফেক বলে দাবি করে আসছে তাইওয়ানের ইন্টেলিজেন্স। নির্বাচনকে প্রভাবিত করতে চীনের সরাসরি সম্পৃক্ততা রয়েছে বলেও দাবি ওঠে। (সূত্র: বিবিসি)

news24bd.tv/SC