রাজশাহীতে নতুন বইয়ের সঙ্গে বাসও উপহার পেল শিক্ষার্থীরা  

রাজশাহীতে নতুন বইয়ের সঙ্গে বাসও উপহার পেল শিক্ষার্থীরা  

রাজশাহী প্রতিনিধি

রাজশাহীতে আনন্দমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।  

আজ সোমবার (১ জানুয়ারি) সকাল থেকে রাজশাহীর শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে শিক্ষার্থীদের মধ্যে বই তুলে দেয়। সকাল ১১ টায় নগরীর শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল এন্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে আনুষ্ঠানিকভাবে বই তুলে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এ এইচ এম খায়রুজ্জামান লিটন।

নতুন বই দেয়ার পাশাপাশি শিক্ষার্থীদের যাতায়াতের জন্য নতুন দুটি বাস উপহার দেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার বিপ্লব বিজয় তালুকদার।  

এই বছর রাজশাহী জেলায় প্রাথমিক স্তরের ১ হাজার ৯৩৫টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রায় ৩ লাখ শিক্ষার্থীর জন্য সাড়ে ১৩ লাখ বইয়ের চাহিদার বিপরীতে শতভাগ বই স্কুলগুলোতে পৌঁছেছে। মাধ্যমিক পর্যায়ে ৭৭২টি শিক্ষাপ্রতিষ্ঠানে প্রায় ৩ লাখ শিক্ষার্থীর হাতেও নতুন বই তুলে দেয়া হয়।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক