নোয়াখালীতে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

শিক্ষার্থীদের হাতে বই তুলে দিচ্ছেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল

নোয়াখালীতে বছরের প্রথম দিনে নতুন বই হাতে পেয়ে উচ্ছ্বসিত শিক্ষার্থীরা

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীতে আনন্দমুখর পরিবেশে বই উৎসব অনুষ্ঠিত হয়েছে। বছরের প্রথম দিনে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেয়া হয়।

আজ সোমবার (১ জানুয়ারি) নোয়াখালী সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে সকাল ১০টায় জেলায় বই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান। এছাড়া নোয়াখালী পৌরসভার পৌর কল্যাণ স্কুলে নতুন বই বিতরণ করেন নোয়াখালী পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেল।

জেলার নবাগত পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান পুলিশ কেজি স্কুলে বই বিতরণ করেন।

এসময় বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে উচ্ছাস প্রকাশ করেন শিক্ষার্থীরা।

জেলা প্রশাসক জানান, জেলার ৯টি উপজেলায় একযোগে সবগুলো প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়ে আজ সকালে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হচ্ছে।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক