বনশ্রীর সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা গৃহকর্মীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

বনশ্রীতে ছাদ থেকে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা গৃহকর্মীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

বনশ্রীর সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা গৃহকর্মীর মৃত্যু নিয়ে ধোঁয়াশা

অনলাইন ডেস্ক

রাজধানীর বনশ্রীতে ছাদ থেকে সড়কে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকা গৃহকর্মী আছমা বেগমের মৃত্যুর আসল কারণ এখনও জানা যায়নি। এটি হত্যা নাকি আত্মহত্যা- এ নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। এই ঘটনায় আছমার ছেলে আজিজুল ইসলাম বাদী হয়ে রামপুরা থানায় মামলা দায়ের করেছেন।  

রোববার (৩১ ডিসেম্বর) গৃহকর্মীর রহস্যজনক মৃত্যুতে ক্ষোভ প্রকাশ করে সড়কে নামেন স্থানীয় বাসিন্দারা।

এতে পুলিশ বাধা দিলে তৈরি হয় উত্তপ্ত পরিস্থিতি। সংঘর্ষের পাশাপাশি ঘটে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা।  

এই ঘটনায় ১ হাজার থেকে ১২০০ ব্যক্তির বিরুদ্ধে পৃথক দুই মামলা দায়ের করা হয়। যার একটির বাদী পুলিশ।

গৃহকর্মীর মৃত্যুর বিষয়টি অস্বাভাবিক বলে জানিয়েছেন মতিঝিল বিভাগের উপ-পুলিশ কমিশনার হায়াতুল ইসলাম খান।  

তিনি বলেন, এটি হত্যা হতে পারে। আবার আত্মহত্যাও হতে পারে। সব বিষয় মাথায় রেখেই চলছে তদন্ত। আশা করি শিগগিরই এই রহস্যের জট খুলবে।
news24bd.tv/aa