স্বতন্ত্র  প্রার্থীর গাড়িতে হামলা ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

ক্ষতিগ্রস্ত হওয়া গাড়ি ও প্রচার মাইক।

ঝিনাইদহ-১ আসন

স্বতন্ত্র প্রার্থীর গাড়িতে হামলা ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ

ঝিনাইদহ-১(শৈলকূপা) আসনের স্বতন্ত্র প্রার্থীর গাড়িবহরে হামলা ও প্রচার মাইক ভাঙচুরের অভিযোগ উঠেছে। সোমবার (১ জানুয়ারি) বিকালে উপজেলার বড়দাহ ও মীনগ্রাম এলাকায় এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলাম দুলালের সহধর্মিণী মুনিয়া আফরিন ট্রাক প্রতীকের গণসংযোগ করে মির্জাপুর ইউনিয়ন থেকে শৈলকূপা শহরে ফিরছিলেন। পথিমধ্যে বড়দাহ ব্রীজ এলাকায় পৌঁছালে নৌকা প্রতীকের প্রার্থীর সমর্থকরা মিছিল নিয়ে এসে হামলা চালায়।


এ সময় মিছিল থেকে দুই পক্ষের কর্মী-সমর্থকরা ইটপাটকেল নিক্ষেপ করে ও অকথ্য ভাষায় গালিগালাজ করে।

স্বতন্ত্র প্রার্থীর সহধর্মিণী মুনিয়া আফরিন অভিযোগ করেন, মির্জাপুর ইউনিয়নের আনীপুর থেকে ট্রাক প্রতীকের ভোট চেয়ে ফেরার পথে নৌকার স্লোগান দিয়ে আব্দুল হাইয়ের কর্মী-সমর্থকরা গাড়ির উপর হামলা চালায়৷ অবস্থা বেগতিক দেখে আমরা দ্রুত ঘটনাস্থল ত্যাগ করি। হামলায় গাড়ির সামনে ও পেছনের অংশ ক্ষতিগ্রস্থ হয়েছে। অপরদিকে মীনগ্রাম এলাকায় ট্রাক প্রতীকের প্রচার মাইক ভাঙচুর করেছে প্রতিপক্ষরা।

এ বিষয়ে ট্রাক প্রতীকের প্রার্থী নজরুল ইসলাম জানান, যত সময় পার হচ্ছে ততই ট্রাক প্রতীকের জনসমর্থন বাড়ছে। এতে ক্ষীপ্ত হয়ে নৌকা প্রতীকের কমী-সমর্থকরা একের পর এক আমাদের ওপর হামলা চালাচ্ছে। আমি আশাবাদী আগামী ৭ জানুয়ারী জনগণ ব্যালটের মাধ্যমে  এসবের মোক্ষম জবাব দেবে।

এ ব্যাপারে ঝিনাইদহের অতিরিক্ত পুলিশ সুপার ইমরান জাকারিয়া জানান, বিষয়টি শুনেছি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক