নারায়ণগঞ্জ-১: ভোটারদের হুমকির অভিযোগ গোলাম দস্তগীরের বিরুদ্ধে

নারায়ণগঞ্জ-১ আসনে নির্বাচনী প্রচারণায় একজন প্রার্থী

নারায়ণগঞ্জ-১: ভোটারদের হুমকির অভিযোগ গোলাম দস্তগীরের বিরুদ্ধে

অনলাইন ডেস্ক

নারায়ণগঞ্জ-১ আসনে বহিরাগত সন্ত্রাসীদের এলাকায় ঢুকিয়ে সাধারণ ভোটারদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর বিরুদ্ধে। ভোটারদের অভিযোগ, বহিরাগত সন্ত্রাসীরা অস্ত্রের মুখে নৌকায় ভোট দিতে বাধ্য করার চেষ্টা করছে। একই  অভিযোগ করেছেন, অন্য প্রার্থীরাও।

ভোটের দিন যত ঘনিয়ে আসছে ঢাকার কাছের আসন রূপগঞ্জে ততই বাড়ছে উত্তেজনা।

আলোচিত নারায়ণগঞ্জ-১ আসনে অন্য প্রার্থীরা যখন এলাকাবাসীর মন জয়ে ব্যস্ত, তখন ভোটারদের ভয়ভীতি দেখাচ্ছেন গোলাম দস্তগীর গাজীর লোকজন।

স্বতন্ত্র প্রার্থী শাজাহান ভূঁইয়ার পক্ষে প্রচার চালান, কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম। তিনি অভিযোগ করেন, ভীতি তৈরি করতে এলাকায় বহিরাগত অস্ত্রধারী সন্ত্রাসীদের ঢুকিয়েছেন গোলাম দস্তগীর গাজী ।
  
স্থানীয় ভোটাররা অভিযোগ করেন, অস্ত্রধারী সন্ত্রাসীদের হুমকিতে আতঙ্কে সাধারণ ভোটাররা।

নৌকায় ভোট দিতে ভয়ভীতি দেখাচ্ছে গাজীর লোকজন।

এদিকে, কাঞ্চন বাজারে প্রচার চালান তৃণমূল বিএনপি প্রার্থী তৈমূর আলম খন্দকার। তিনি অভিযোগ করেন, নির্বাচনের পরিবেশ নষ্টের চেষ্টা করছেন গোলাম দস্তগীর গাজী।

তৈমূল আলম বলেন, কিছু চিহ্নিত সন্ত্রাসী নৌকার পক্ষে কাজ করছে। তারা নৈরাজ্য সৃষ্টি করছে।  

শুধু ভোটাররা নন জাতীয় পার্টির প্রার্থী সাইফুল ইসলাম জানান, তার জীবন এখন হুমকির মুখে। তিনি বলেন, নৌকায় ভোট দিলে বাঁচবি, না দিলে বাঁচবি না; এ ধরনের হুমকি  দেওয়া হচ্ছে। আমি নিজেও আতঙ্কিত। আমিও তো মানুষ, আমারও তো জীবন আছে।  

জনগণের আস্থা হারিয়ে এখন সন্ত্রাসের পথ বেছে নিয়েছেন গোলাম দস্তগীর গাজী। এমনটি মনে করছেন অন্য প্রার্থীরাও।

news24bd.tv/আইএএম