হামাস কমান্ডার আদিল মিসমাহকে হত্যার দাবি ইসরায়েলের

সংগৃহীত ছবি

হামাস কমান্ডার আদিল মিসমাহকে হত্যার দাবি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

৭ অক্টোবর হামাস কর্তৃক ইসরায়েলে পরিচালিত হামলায় অংশগ্রহনকারী কমান্ডার আদিল মিসমাহকে হত্যার দাবি করেছে ইসরায়েলের সামরিক বাহিনী। খবর আল জাজিরার।

এক্সে প্রকাশিত এক বিবৃতিতে ইসরায়েলের সামরিক বাহিনী গাজার সুজাইয়া এলাকায় হামলা চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের দাবী করেছে। পাশাপাশি, ইসরায়েলি বাহিনীর দিকে মর্টার হামলা চালানো একটি সশস্ত্র গোষ্ঠীকে নির্মূল করার এবং ইসরায়েলের দিকে রকেট হামলা চালানো একজন হামাস যোদ্ধাকে হত্যা করারও দাবী করেছে ইসরায়েলি বাহিনী।

ইসরায়েলি বাহিনীর বিবৃতি অনুযায়ী, ইসরায়েলের নৌবাহিনী তাদের স্থলবাহিনীকে অভিযানে সাহায্য করছে এবং ইসরায়েলি বাহিনী ক্রমশ গাজার দক্ষিণাঞ্চলে অগ্রসর হচ্ছে।

এদিকে, গাজায় যুদ্ধ শুরুর পর থেকে নিহত ১৭০ জন ইসরায়েলি সেনার মধ্যে ২৯ জনই নিজেদের মধ্যে গোলাগুলিতে নিহত হয়েছেন বলে জানিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী।

এক রিপোর্টে ইসরায়েলি বাহিনী জানায়, নিহত ২৯ জনের মধ্যে দুইজন অযাচিত গুলির আঘাতে এবং নয়জন সাঁজোয়া যানের নিচে চাপা পড়া কিংবা ভবন ধ্বংসের সময় ছুটে আসা গুলির আঘাতের মতো দুর্ঘটনায় নিহত হয়েছেন।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক