লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠালো ইরান

সংগৃহীত ছবি

লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠালো ইরান

অনলাইন ডেস্ক

লোহিত সাগরে যুদ্ধজাহাজ পাঠিয়েছে ইরান। অঞ্চলটির দ্রুত সামরিকীকরণের পরিপ্রেক্ষিতে এমন সিদ্ধান্ত নিলো দেশটি। খবর আল জাজিরার।

আইরিস আলবর্জ নামক ইরানিয়ান সামরিক বাহিনীর ৯৪তম নৌবহরের অংশ জাহাজটি ইয়েমেনের সন্নিকটে বাব এল মান্দেব প্রণালী দিয়ে লোহিত সাগরে পৌঁছায়।

১৯৭৯ সালের ইরানি বিপ্লবেরও পূর্বে জাহাজটি বানানো হলেও চার বছর আগে জাহাজটিতে নতুন সামরিক সরঞ্জাম স্থাপন করা হয়। জাহাজটি বর্তমানে ইরানের সামরিক বাহিনীর নৌবহরের অংশ, যা দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কোরের নৌবহর হতে ভিন্ন।

খবরটি এমন এক সময়ে প্রকাশিত হলো যখন ইরানের নিরাপত্তা বাহিনীর প্রধান আলি আকবর আহমাদিয়ান হুথির মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালামের সাথে আলোচনা করেছেন। কোথায় এবং কখন আলোচনাটি হয়েছে সেটি না জানালেও ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ইসরায়েলের বিপক্ষে দাঁড়ানোর জন্য আলি আকবর আব্দুল সালামকে ধন্যবাদ জানিয়েছেন বলে উল্লেখ করেছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক