বছরের প্রথম দিন ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৮৫

প্রতীকী ছবি

বছরের প্রথম দিন ডেঙ্গুতে মৃত্যুশূন্য, হাসপাতালে ভর্তি ৮৫

অনলাইন ডেস্ক

দেশে বছরের প্রথম দিনে ডেঙ্গুতে মৃত্যুর দুঃসংবাদ শুনতে হলো না। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে কেউ মারা যাননি। এই সময়ে দেশের বিভিন্ন  হাসপাতালে ৮৫ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন।

আজ সোমবার স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে,  ২৪ ঘণ্টায় ঢাকা মহানগরের বিভিন্ন হাসপাতালে ২৬ জন ডেঙ্গু রোগী ভর্তি হয়েছেন। আর ঢাকা মহানগরের বাইরের হাসপাতালে ভর্তি হয়েছেন ৫৯ জন।

আরও পড়ুন: নিক্সন চৌধুরীর প্রার্থিতা বাতিল চেয়ে ইসিতে আবেদন

ডেঙ্গুতে গত বছরের শেষ দিন দুই জনের মৃত্যু হয়। তাদের নিয়ে গত বছর এই রোগে ১ হাজার ৭০৫ জন মারা যান, যা দেশের ইতিহাসে ডেঙ্গুতে এক বছরে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড।

news24bd.tv/কেআই