চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা

নির্বাচনী প্রচারণায় জিএম কাদের

চ্যালেঞ্জের মুখে দলীয় প্রার্থীরা

অনলাইন ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন দরজায় কড়া নাড়ছে। জোরেসরে চলছে প্রচার-প্রচারণা। এবার আওয়ামী লীগ ও জাতীয় পার্টিসহ বিভিন্ন দলের প্রার্থীরা চ্যালেঞ্জের মুখে রয়েছেন স্বতন্ত্র প্রার্থীদের। প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে খালি মাঠে গোল দিতে দেওয়া হবে না বলে হুঁশিয়ারি দিচ্ছেন তারা।

 

বেশ কয়েকজন স্বতন্ত্র প্রার্থী বলেন, জনগণ এবার পরিবর্তন চায়। স্বতন্ত্রের চাপে চ্যালেঞ্জে জাতীয় পার্টিও।

এদিকে আজ জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের রংপুর নগরীর কোর্ট চত্বরে গণসংযোগকালে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বলেন, ভোটের মাঠে তারা শেষ পর্যন্ত থাকবেন কি না, তা সময়ই বলে দেবে।  

আজ সোমবার রাজশাহীর ভেড়িপাড়ায় প্রচারণা চালান রাজশাহী-২ আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী শফিকুর রহমান বাদশা।

তিনি দাবি করেন, জনগণের ডাকে সাড়া পাওয়া সাধারণের প্রার্থী তিনি।  
  
বসে নেই চট্টগ্রামের স্বতন্ত্র প্রার্থীরাও। হাটবাজার-শহরের অলিগলি চষে বেড়াচ্ছেন তারা। প্রতিশ্রতির জোয়ারে ভাসাচ্ছেন বন্দর নগরীর বাসিন্দাদের।

নওগাঁয় ভোটের মাঠে ব্যস্ত সময় কাটছে স্বতন্ত্র প্রার্থী দেওয়ান ছেকার আহম্মেদ শিষানের। তিনি বলেন, আমাদের নির্বাচনে অনেক সাড়া আছে। কিন্তু অনেকে হুমকি দিচ্ছে, যাতে সাধারণ জনগণ ভোট দিতে না পারে। ’  

আর নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট শিহাব উদ্দিন শাহীনও গণসংযোগ চালিয়ে যাচ্ছেন পুরোদমে।  

এবারের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থীরা চ্যালেঞ্জে ফেলছে জাতীয় পার্টিকেও। যদিও দলটির নেতারা বলছেন, জয়ের ব্যাপারে তারাও আশাবাদী। সুনামগঞ্জে জাতীয় পার্টির প্রার্থী ভোটের অলিগলি ঘুরছেন উন্নয়নের বার্তা নিয়ে।

রংপুরের কোর্ট চত্ত্বর এলাকায় প্রচারণা চালান রংপুর- ৩ আসনের প্রার্থী ও জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। তিনি জানান, ভোটের মাঠে তারা শেষ পর্যন্ত থাকবেন কি না, তা সময়ই বলে দেবে।  

জিএম কাদের বলেন, ‘অনেক সময় অনেক প্রার্থী নির্বাচনের শেষ পর্যন্ত থাকেন না, কেউ আনুষ্ঠানিক ঘোষণা দিয়ে প্রকাশ করেন, আবার কেউ ঘোষণা করেন না। কেউ এমনিতেই বসে যান। পার্টির প্রার্থীদের মধ্যে আমার একটা নির্দেশ আছে, যারা নির্বাচন করতে চান, করতে পারেন। নির্বাচন করতে না চাইলে সেটিও সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা রয়েছে। ’

জাতীয় পার্টি শেষ পর্যন্ত নির্বাচনে থাকবে কি না, এমন প্রশ্নের জবাবে জিএম কাদের বলেন, ‘নির্বাচন না আসা পর্যন্ত সঠিক করে বলা যাচ্ছে না। নির্বাচনে শেষ পর্যন্ত থাকবো কি না সেটা সময়ই বলে দেবে। সেই পর্যন্ত অপেক্ষা করেন। ’ 

জোটের সমীকরণে ২৬টিতে ছাড় পেলেও স্বতন্ত্র প্রার্থীদের লড়েই জিততে হবে জাতীয় পার্টিকে। ছাড় পাওয়া অন্তত ১৪ আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া গেছে।

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক