শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১৫৫ বার আফটার শক

জাপানে ভূমিকম্পের আফটার শকের ভয়ে মানুষ

শক্তিশালী ভূমিকম্পের পর জাপানে ১৫৫ বার আফটার শক

অনলাইন ডেস্ক

বছরের প্রথম দিনেই শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে জাপানে। সোমবার (১ জানুয়ারি) জাপানের মধ্যাঞ্চলে ৭.৬ মাত্রার এই শক্তিশালী ভূমিকম্প আঘাত করার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা তুলে নেওয়া হয়।

কিন্তু ভয়াবহ এই ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ১৫৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে জাপানে। এগুলোকে আফটার শকও বলা হয়।

যদিও এর আগে দেশটির আবহাওয়া অধিদপ্তর জানায়, সামনে আরো ভূমিকম্প আঘাত হানতে পারে। ওই আফটার শকগুলো শক্তিশালী ভূমিকম্পের কারণেই হচ্ছে বলে করা হচ্ছে।

ভৌগলিক অবস্থানের কারণে জাপান খুবই ভূমিকম্পপ্রবণ। সেখানে ছোট ভূমিকম্প প্রায় নৈমিত্তিক ব্যাপার।

সুনামির প্রাথমিক সতর্কবার্তায় বলা হয়, কোথাও কোথাও ১৬ ফুট উঁচু ঢেউ সৃষ্টি হতে পারে। এর কিছু সময় পর ভূমিকম্পের কেন্দ্রস্থলের আশপাশের এলাকা, বিশেষ করে ইশিকাওয়া, নিগাতা ও তোইয়ামা প্রিফেকচারে ‘বড় সুনামি সতর্কতা’ সরিয়ে ‘সুনামি সতর্কতা’ জারি করা হয়। তখনো প্রায় ১০ ফুট উঁচু ঢেউয়ের আশঙ্কা ছিল।

উল্লেখ্য, এর আগে ২০১১ সালে জাপানে ৮.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ফুকুশিমা চুল্লির বিপর্যয় ঘটে। সুনামি সতর্কতা জারির পর সেটির আঘাতে দেশটির স্মরণকালের সবচেয়ে বড়ো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় জাপান।

news24bd.tv/SC