সমালোচনার জেরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টের পদত্যাগ

হার্ভার্ড ইউনিভার্সিটির সদ্য সাবেক প্রেসিডেন্ট ক্লডিন গে- ছবি : ইন্টারনেট।

সমালোচনার জেরে হার্ভার্ড বিশ্ববিদ্যালয় প্রেসিডেন্টের পদত্যাগ

অনলাইন ডেস্ক

হার্ভার্ড ইউনিভার্সিটির প্রেসিডেন্ট ক্লডিন গে ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষপূর্ণ বক্তব্যের জেরে নানা সমালোচনার সম্মুখীন হওয়ার পর অবশেষে পদত্যাগ করেছেন।

এক চিঠিতে পদত্যাগের ঘোষণা দিয়ে তিনি লিখেছেন, বিশ্ববিদ্যালয়ের 'সর্বোত্তম স্বার্থে' তিনি পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সম্প্রতি বিগত কয়েক সপ্তাহে তাকে পদত্যাগ করার জন্য ক্রমবর্ধমান নানা চাপের মুখোমুখি হতে হয়েছে।

বিবিসির প্রতিবেদনে বলা হয়, গত বছরের ডিসেম্বরে বিশ্বখ্যাত হার্ভার্ড ইউনিভার্সিটি ক্যাম্পাসে ইহুদি বিদ্বেষ সম্পর্কে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে সাক্ষ্য দেওয়ার পর ইউনিভার্সিটি প্রেসিডেন্ট ক্লডিন গে’র পদত্যাগের চাপ বাড়তে থাকে।

ইহুদিদের ওপর গণহত্যা চালানোর বিষয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে কথা বলেন বলেন গে। এরপরেই তার বিরুদ্ধে শুরু হয় নানা সমালোচনা। সেজন্য ৫৩ বছর বয়সী ড. গে-কে ক্ষমা চাইতে বাধ্য করা হয়।

তবে ওই ঘটনার পর অনেকে গে'র পদত্যাগ দাবি করলেও হার্ভার্ড ইউনিভার্সিটির শত শত শিক্ষক তার পক্ষে দাঁড়ান।

সেইসাথে যাতে তাকে যাতে চাকরিচ্যুত করা না হয় সেজন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আহবান জানান।

news24bd.tv/FA