ভয়াবহ ভূমিকম্পের পর জাপানে বৃষ্টিপাত ও ভূমিধসের শঙ্কা

দুর্যোগে নাকাল জাপানের মানুষ

ভয়াবহ ভূমিকম্পের পর জাপানে বৃষ্টিপাত ও ভূমিধসের শঙ্কা

অনলাইন ডেস্ক

জাপানের জন্য ২০২৪ সালের শুরু হয়েছে ৭.৬ মাত্রার এক মারাত্মক ভূমিকম্প দিয়ে। এখন পর্যন্ত ভয়াবহ এ ভূমিকম্পে ৬২ জন মানুষের মৃত্যু হয়েছে। ভূমিকম্প আঘাত করার পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হলেও পরবর্তীতে তা তুলে নেওয়া হয়।

এদিকে ভয়াবহ এই ভূমিকম্পের পর থেকে এখন পর্যন্ত ১৫৫ বার ভূমিকম্প অনুভূত হয়েছে জাপানে।

এদিকে জাপানের আবহাওয়া অধিদপ্তর থেকে জানানো হয়েছে, তাপমাত্রা হিমাঙ্কের নিচে চলে গেছে। এখন বৃষ্টির সম্ভাবনা দেখা দিচ্ছে।

বুধবার (৩ ডিসেম্বর) ভূমিধ্বসের আশঙ্কাসহ ভূমিকম্প-বিধ্বস্ত এলাকায় ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলেছে, এমন হলে ধ্বংসস্তূপের নিচে আটকা পড়া অনেক মানুষকে উদ্ধার করা বাধাগ্রস্ত হতে পারে।

ভেঙে পড়া রাস্তা, ক্ষতিগ্রস্ত অবকাঠামোর কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলোতে উদ্ধার প্রচেষ্টা জটিল হয়ে পড়েছে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে জাপানের কিয়োডো সংবাদ সংস্থা জানিয়েছে, তিনটি এলাকায় ১৯টি চিকিৎসাকেন্দ্রে বিদ্যুৎ ও পানি সরবরাহ ব্যাহত হচ্ছে। প্রায় ৩৩ হাজার পরিবারকে বিদ্যুতের অভাবের কারণে রাতভর হিমাঙ্ক বা তারও নিচের তাপমাত্রা সহ্য করতে হচ্ছে। হাজার হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে থাকছে।

উল্লেখ্য, ভৌগলিক অবস্থানের কারণে জাপান খুবই ভূমিকম্প প্রবণ। সেখানে ছোট বড় ভূমিকম্প প্রায় নৈমিত্তিক ব্যাপার। এর আগে ২০১১ সালে জাপানে ৮.৯ মাত্রার শক্তিশালী ভূমিকম্পে ফুকুশিমা চুল্লির বিপর্যয় ঘটে। সুনামি সতর্কতা জারির পর সেটির আঘাতে দেশটির স্মরণকালের সবচেয়ে বড়ো ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় জাপান।

news24bd.tv/SC