ফুলছড়ির ইএনও-ওসিদের সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

সংগৃহীত ছবি

ফুলছড়ির ইএনও-ওসিদের সরিয়ে দিতে হাইকোর্টের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক

গাইবান্ধা-৫ (সাঘাটা-ফুলছড়ি) আসনের নির্বাচনের দায়িত্ব থেকে ফুলছড়ির ইউএনও ও ওসিদের সরিয়ে দিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট।

বুধবার (৩ জানুয়ারি) বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি এস এম মনিরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এর আগে গত ৩০ ডিসেম্বর স্থানীয় ২১ সাংবাদিক প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) কাছে জেলা প্রশাসক (ডিসি) কাজী নাহিদ রসুলের বিরুদ্ধে অসহযোগিতামূলক আচরণের অভিযোগ এনে তার বদলির দাবি জানান।

অভিযোগে উল্লেখ করা হয়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সংক্রান্ত সংবাদ তৈরিতে রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসকের বক্তব্য না পাওয়ায় চরম বিপাকে পড়েছেন জেলার গণমাধ্যমকর্মীরা।

পাশাপাশি ফোন না ধরা ও সাক্ষাত না করায় প্রশাসনকে নির্বাচনী গুরুত্বপূর্ণ তথ্য কেউ তাকে জানাতে পারছেন না।

গত ২৭ ডিসেম্বর জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে নির্বাচন কমিশনার (ইসি) রাশেদা সুলতানার মতবিনিময় সভায় রির্টানিং কর্মকর্তার এসব বিষয় তুলে ধরেন স্থানীয় সাংবাদিকরা।

এই রকম আরও টপিক